লঞ্চের আগেই সামনে এল Xiaomi-এর নতুন স্মার্টফওন Redmi K30 pro-এর স্পেসিফিকেশন!

আসুন দেখে নেওয়া যাক Redmi K30 pro-এর সম্ভাব্য দাম আর স্পেসিফিকেশন...

Edited By: সুদীপ দে | Updated By: Mar 17, 2020, 08:03 PM IST
লঞ্চের আগেই সামনে এল Xiaomi-এর নতুন স্মার্টফওন Redmi K30 pro-এর স্পেসিফিকেশন!

নিজস্ব প্রতিবেদন: চলতি মাসের শেষ সপ্তাহেই Xiaomi চিনে লঞ্চ করবে Redmi K30 pro। তার আগেই সংস্থার অফিসিয়াল টুইটার থেকে জানা গিয়েছে এই ফোনের সম্ভাব্য দাম আর স্পেসিফিকেশন। আসুন দেখে নেওয়া যাক Redmi K30 pro-এর সম্ভাব্য দাম আর স্পেসিফিকেশন।

Redmi K30 pro-এর সম্ভাব্য দাম আর স্পেসিফিকেশন:

১) ফোনের ভিতরে Snapdragon 865 চিপসেট থাকছে। তাতে মনে করা হচ্ছে এই চিপসেট থাকার কারণে এই ফোন সব থেকে সস্তা হতে চলেছে।

২) এই ফোনে থাকছে ৮ জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

৩) এই ফোনে ৪,৭০০ mAh ব্যাটারি থাকছে। এছাড়াও থাকছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট।

৪) এই ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ৬৪ মেগাপিক্সল + ১৩ মেগাপিক্সল + ৮ মেগাপিক্সল + ২ মেগাপিক্সল ক্যামেরা। সামনে থাকছে পপআপ সেলফি ক্যামেরা।

আরও পড়ুন: ভারতে লঞ্চের আগেই ফাঁস Vivo V19-এর স্পেসিফিকেশন!

৫) এই ফোনে Android 10 অপারেটিং থাকছে। এছাড়াও স্কিনের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI।

৬) চিনে এই ফোনের দাম হতে পারে ৩,০০০ ইউয়ান থেকে ৩,৫০০ ইউয়ান যা ভারতীয় মুদ্রায় ৩১,০০০ টাকা থেকে ৩৭,০০০ টাকার মধ্যে।

.