ওয়েব ডেস্ক: কথায় বলে জীবনটা নাকি ডেভিট-ক্রেডিটের খেলা। কারও ডেভিট হলেও কোথাও কোথাও কারও না কারও কাছে ক্রেডিট হবেই। মানে একদিকে রাত মানে, অন্য প্রান্তে দিন হতে বাধ্য। অনেকটা তেমনই হল নোট নিষিদ্ধ হওয়ার পর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরনো ৫০০ ও হাজার টাকার নোট নিষিদ্ধ ঘোষণা করার পর ছোট-মাঝারি-বড়মাপের বহু ব্যবসায়ীরদের ব্যবসার হাল যখন খারাপ তখনই এক উল্টোপূরাণের গল্প। খুচরোর অভাবে যখন বিক্রি কমছে বেশ কিছু ব্যবসার, তখন আই ফোন ব্যবসার একেবারে অন্য হিসেব। দেখা যাচ্ছে পুরনো ৫০০-হাজার টাকার নোট ব্যান ঘোষিত হওয়ার পর মাত্র তিন দিনে বিক্রি হয়েছে এক লক্ষেরও বেশি আই ফোন। মানে আই ফোন কেনার হিড়িক পড়ে গিয়েছে বলা যায়।  


আরও পড়ুন- নোট বাতিলের পর এক সপ্তাহে PayTm-এ কত লেনদেন হয়েছে জানেন?


প্রসঙ্গত, গত ৮ নভেম্বর সন্ধ্যায় মোদী ঘোষণা করেছিলেন পুরনো পাঁচশো ও হাজার টাকার নোট নিষিদ্ধ হচ্ছে। এরপরই হঠাত্‍ই অ্যাপেলের আই ফোন কেনার হিড়িক পড়ে গিয়েছে। বিক্রির বেশিরভাগটাই হয়েছে নগদে। হিসেব বলছে, আই ফোনের বিক্রি চলতি মাসে বেড়েছে ২৫ শতাংশের মত। প্রসঙ্গত, ভারতের বাজারে আই ফোনই সবচেয়ে দামী মোবাইল হ্যান্ডসেট। দাম ৫৫ হাজার থেকে ৯০ হাজারের টাকার মধ্যে।