নিজস্ব প্রতিবেদন: বাজারে এল Oppo-এর আরও একটি নতুন ভার্সন, চলতি মাসেই ইন্দোনেশিয়ায় লঞ্চ করেছে Oppo A31 আর আগামীকাল থেকে ভারতেও পাওয়া যাবে এই ফোন। Oppo-এর ক্যামেরার ফিচার সব থেকে বড়ো ইউএসপি, এবারও তার ব্যতিক্রম হয়নি। ট্রিপল রিয়ার ক্যামেরা-সহ এই ফোন টেকপ্রেমীদের মন কাড়তে পারে কিনা, এখন সেটাই দেখার! আসুন জেনে নেওয়া যাক এই ফোনের অন্যান্য ফিচার আর দাম সম্পর্কে....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Oppo A31-এর স্পেসিফিকেশন আর দাম:


 ১) ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে থাকছে এই ফোনে।


২) Oppo-এর এই ভার্সনে থাকছে MediaTek Helio P35 চিপসেট।


৩) এই ফোনের থাকবে ৪ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ।


৪) ৪,২৩০ mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে Oppo A31-তে।


আরও পড়ুন: বাজার গরম করতে অত্যাধুনিক প্রসেসর-সহ Huawei আনছে P40 Lite


৫) ছবি তোলার জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। একটি ১২ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) + ২ মেগাপিক্সেল (ডেপ্ত সেন্সর) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো ক্যামেরা) থাকছে। এছাড়াও থাকছে এলইডি ফ্ল্যাশ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর সেলফি তোলার জন্য রয়েছে ৪ মেগাপিক্সেলের ক্যামেরা।


৬) Oppo A31-এর দাম শুরু হয়েছে ১১,৪৯০ টাকা থেকে।