বাজার গরম করতে অত্যাধুনিক প্রসেসর-সহ Huawei আনছে P40 Lite

চারটি রিয়ার ক্যামেরা ও শক্তিশালী প্রসেসরসহ বাজার গরম করতে আসছে  Huawei P40 Lite

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Feb 28, 2020, 03:55 PM IST
বাজার গরম করতে অত্যাধুনিক প্রসেসর-সহ Huawei আনছে P40 Lite

নিজস্ব প্রতিবেদন: টেক দুনিয়ায়  Huawei কিন্তু বেশ সাড়া ফেলেছে চলতি বছরে। আগামী মাসে লঞ্চ হতে চলেছে Huawei -এর ফ্ল্যাগশিপ সিরিজের একাধিক স্মার্টফোন। চারটি রিয়ার ক্যামেরা ও শক্তিশালী প্রসেসরসহ বাজার গরম করতে আসছে  Huawei P40 Lite। তবে ভারতে কবে থেকে পাওয়া যাবে এই ফোন সেই সম্পর্কে এখনও কিছু জানায়নি চিনের সংস্থাটি। আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের বাকি ফিচারগুলি....

Huawei P40 Lite-এর স্পেসিফিকেশন ও দাম : 

১) ৬.৪ ইঞ্চি এফ এইচডি প্লাস   ডিসপ্লে থাকছে এই ফোনে।

২)Huawei P40 Lite-এ চলবে Android 10 অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির EMUI স্কিন ।

৩)Huawei- এর এই ভার্সনটিতে থাকছে  Kirin 810 চিপসেট।  

৪) এই ফোনের  থাকবে ৮ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ। 

৫) ৪,২০০ mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোনে।

৬) ছবি তোলার জন্য চারটি রিয়ার ক্যামেরা রয়েছে। একটি  ৪৮ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) +  ৪মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড ক্যামেরা )+ ২মেগাপিক্সেল  (ম্যাক্রো ক্যামেরা) +২ মেগাপিক্সেল (ডেপ্ত সেন্সর) থাকছে। আর সেলফি তোলার জন্য রয়েছে ২৪ মেগাপিক্সেল  সেলফি ক্যামেরা।

আরও পড়ুন:ট্রিপল রিয়ার ক্যামেরা-সহ মনকাড়া ডিজাইনে বাজারে আসছে LG Q51

৭) এছাড়াও রয়েছে ৪০W ফার্স্ট চার্জের সুবিধা।
৮) ভারতের বাজারে এই ফোনটি দাম কত পড়বে সেসম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

.