নিজস্ব প্রতিবেদন: প্রতিদিনের জীবনে ডাল-ভাতের মতই হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ। কাজ, পরিবার, এন্টারটেনমেন্ট, ভাললাগা-মন্দলাগা, সবই ওই মুঠোফোনের অ্যাপটিতে। তবে এই হোয়াটসঅ্যাপ কিন্তু গোপনীয়তার আরেকটি জায়গাও৷ এমন অনেক কথা আমরা বলে থাকি চ্যাটে যা সকলের জানা উচিতও নয়। সেখানে থাকে কিছু ব্যক্তিগত ছবি, অর্থনৈতিক কথালাপ, ইউজার নেম-পাসওয়ার্ডের মতো গোপনীয় চ্যাট৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখা গিয়েছে পরিবার হোক, বন্ধু হোক কিংবা অফিসের সহকর্মী, ফোন হাতে নিয়ে অনেকেরই স্বভাব আছে হোয়াটসঅ্যাপ খুলে চ্যাট দেখা। অনেক সময় দেখা যায় তারা হয়ত ক্ষতি করে না। কিন্তু গোপন যা তা গোপনেই তো থাকা উচিত। অনেকসময়ই ফোনে প্যাটার্ন অন করাও খুব কঠিন হয় না৷ তাই হোয়াটসঅ্যাপকে সুরক্ষিত রাখতে এবার নয়া পন্থা অবলম্বন করতেই পারেন। 


আরও পড়ুন, WhatsApp-র নতুন আপডেট! নতুন ফিচারে বদলে যাচ্ছে প্রাইভেসি সেটিং


ফোনের লক তো আছেই, তা তাছাড়াও হোয়াটসঅ্যাপের নিজস্বও যে লকিং সিস্টেম আছে তা জানেন কি? টাচ আইডি এবং ফেস আইডি দিয়ে আনলক করা যায় হোয়াটসঅ্যাপ৷ সংস্থার তরফে একটি বিবৃতিতে জানান হয়েছিল যে, "আপনি চাইলে দ্বিস্তরীয় সুরক্ষা দিতে পারবেন হোয়াটসঅ্যাপকে। ফোন লকের পাশাপাশি ফেস এবং টাচ আইডি দিয়েও সুরক্ষিত রাখা যাবে অ্যাপটিকে। 


আইফোন সেটিংসএ গিয়েও কাজটি করা যাবে।জেনে নিন আইফোনে কীভাবে এই দ্বিস্তরীয় লক করা যাবে?


* প্রথমে হোয়াটসঅ্যাপ সেটিংস এ যান
* সেখানে অ্যাকাউন্ট অপশনটি ট্যাপ করুন, এরপর প্রাইভেসি, তারপর স্ক্রিন লক অপশনে যান
* সেখানে টাচ আইডি এবং ফেস আইডি অপশন অন করুন
* কতক্ষণ হোয়াটসঅ্যাপ আনলকিং এর জন্য অপেক্ষা করবে সেই সময়ও বেঁধে দেওয়া যাবে সেখানে। 


এবার হঠাত যদি আপনার মনে হয় এই সুরক্ষা বন্ধ করবেন তাহলে কীভাবে সেটি করা যাবে জেনে নিন- 


* প্রথমে হোয়াটসঅ্যাপ সেটিংস এ যান
* সেখানে অ্যাকাউন্ট অপশনটি ট্যাপ করুন, এরপর প্রাইভেসি, তারপর স্ক্রিন লক অপশনে যান
* সেখানে টাচ আইডি এবং ফেস আইডি অপশন অফ করুন


যদি ফোনে টাচ আইডি বা ফেস আইডি অনের অপশন না থাকে সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড দিয়েও হোয়াটসঅ্যাপ লক করে বাড়তি সুরক্ষা নিতে পারবেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)