ওয়েব ডেস্ক: পূর্ব প্রতিশ্রুতি মতই বৃহস্পতিবার দিল্লিতেই লঞ্চ হল জিয়াওমি নোট ফোর। আত্মপ্রকাশ পেলেও এখনই এই অত্যাধুনিক স্মার্ট ফোন হাতে পাচ্ছে না গ্রাহকরা। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনেই বিক্রি শুরু হবে জিয়াওমি নোট ৪ স্মার্ট ফোনের। একমাত্র অনলাইন বিপণন সংস্থা ফ্লিপকার্টেই মিলবে এই স্মার্ট ফোন। জিয়াওমি'র রেডমি সিরিজের নোট ফোরের দাম শুরু হচ্ছে- ৯ হাজার ৯৯৯ টাকা দিয়ে। সর্বোচ্চ মূল্য ১২ হাজার ৯৯৯ টাকা। আরও পড়ুন- জেনে নিন জিয়াওমি নোট ফোর ফোনের খুঁটিনাটি 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


 দিল্লির পর এই স্মার্ট ফোন নিয়ে ভারতরে আরও ৪টি মেট্রো সিটিতে হাজির হবে মোবাইল প্রস্তুতকারক সংস্থা জিয়াওমি, যথাক্রমে- মুম্বই (১৮,২৯ জানুয়ারি), হায়দ্রাবাদ (৩,৪,৫ ফেব্রুয়ারি), চেন্নাই (১০, ১১, ১২ ফেব্রুয়ারি), ব্যাঙ্গালুরু (১৮,১৯ ফেব্রুয়ারি)।