কালই আসছে জিয়াওমি নোট ৪, জেনে নিন ফোনের খুঁটিনাটি

জিয়াওমি নোট থ্রি'র আকাশছোঁয়া সাফল্যের পর এবার বাজারে আসছে নোট ফোর। ১৯ জানুয়ারি ভারতীয় বাজারে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করবে জিয়াওমি রেডমি ফোর। দিল্লিতে লঞ্চ করা হবে এই অত্যাধুনিক স্মার্ট ফোন। এই ফোনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের সমস্ত কিছুর সঙ্গে আপনি জুড়তে পারবেন ফেসবুক লাইভে। 

Updated By: Jan 18, 2017, 05:18 PM IST
কালই আসছে জিয়াওমি নোট ৪, জেনে নিন ফোনের খুঁটিনাটি

ওয়েব ডেস্ক: জিয়াওমি নোট থ্রি'র আকাশছোঁয়া সাফল্যের পর এবার বাজারে আসছে নোট ফোর। ১৯ জানুয়ারি ভারতীয় বাজারে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করবে জিয়াওমি রেডমি ফোর। দিল্লিতে লঞ্চ করা হবে এই অত্যাধুনিক স্মার্ট ফোন। এই ফোনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের সমস্ত কিছুর সঙ্গে আপনি জুড়তে পারবেন ফেসবুক লাইভে। 

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর রয়েছে এই নতুন রেডমি নোট ফোর স্মার্ট ফোনে। নতুন নোট ফোরে ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল। রয়েছে 4G LTE কানেকটিভিটি। এই ফোনে ব্যবহার করা যাবে দুটি সিম, থাকবে হাইব্রিড সিম ট্রে। ১২৮ জিবি পর্যন্ত মেমরি সাপোর্ট করবে জিয়াওমি নোট ফোর।   

 

জিয়াওমি নোট ফোরের দাম-
 
RAM ২জিবি/ ৩২ জিবি ROM- ৯,৯৯৯ টাকা  

RAM ৩জিবি/ ৩২ জিবি ROM-১১,৯৯৯ টাকা

RAM ৪জিবি/ ৬৪ জিবি ROM- ১৪,৯৯৯ টাকা  

 

 

.