নতুন অফার নিয়ে বিশদে জানাল Jio!
জিও-র নতুন অফার `ধন ধনা ধন` নিয়ে গ্রাহকরা কিছুটা হলেও বিভ্রান্ত। প্রাইম মেম্বার হওয়ার সময়সীমা বাড়ানো ও সামার সাপ্রাইজ অফার TRAI-এর কোপে পড়ে তুলে নিতে বাধ্য হয়েছে জিও। এবার তার বদলে বাজারে এনেছে `ধন ধনা ধন` অফার।
ওয়েব ডেস্ক : জিও-র নতুন অফার 'ধন ধনা ধন' নিয়ে গ্রাহকরা কিছুটা হলেও বিভ্রান্ত। প্রাইম মেম্বার হওয়ার সময়সীমা বাড়ানো ও সামার সাপ্রাইজ অফার TRAI-এর কোপে পড়ে তুলে নিতে বাধ্য হয়েছে জিও। এবার তার বদলে বাজারে এনেছে 'ধন ধনা ধন' অফার।
কী রয়েছে এই অফারে?
সংস্থার তরফে জানানো হয়েছে গ্রাহকরা যদি নতুন প্ল্যান ৩০৯ টাকা দিয়ে রিচার্জ করেন তাহলে দৈনিক ১ জিবি করে ডেটা পাবেন ৮৪ দিনের জন্য। একই রকমভাবে ৫০৯ টাকা দিয়ে রাচার্জ করলে গ্রাহকরা দৈনিক ২ জিবি করে ৮৪ দিনের জন্য ডেটা পাবেন। সঙ্গে থাকছে দেশের যে কোনও জায়গায় ফ্রি কলিং ও এসএমএস-এর সুযোগ।
আরও পড়ুন- যারা জিও গ্রাহক নন তারা কি 'ধন ধনা ধন' অফারের সুবিধা পাবেন?
তবে, সম্প্রতি সামার সারপ্রাইজ অফার তুলে নেওয়ার ফলে অনেকের মধ্যেই নতুন 'ধন ধনা ধন' অফারের ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে এখন থেকে তিন মাস(৮৪ দিন) পর্যন্ত এই অফারের মেয়াদ থাকবে।