নিজস্ব প্রতিবেদন: টানা দেড় ঘণ্টা বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা (Internet Banking)। একইসঙ্গে মিলবে না YONO, YONO Lite ও UPI পরিষেবাও। শুক্রবার টুইটারে গ্রাহকদের উদ্দেশ্যে এই ঘোষণা করেছে এসবিআই (SBI)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটে জানানো হয়েছে, আজ অর্থাৎ ১০ই জুলাই রাত পৌনে এগারোটা থেকে ১১ই জুলাই রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত ৯০ মিনিট বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা। গ্রাহকদের জন্য পরিষেবা আরও উন্নত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় এসবিআই। নির্দিষ্ট ঐ সময়ে গ্রাহকদের কোনওরকম ট্রানজ্যাকশন করতে নিষেধ করেছে এসবিআই।



প্রসঙ্গত, পয়লা জুলাই থেকে ATM এ টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে SBI। স্টেট ব্যাঙ্কের (SBI) ATM বা ব্র্যাঞ্চ থেকে মোট চারবার বিনা শুল্কে টাকা তুলতে পারবেন। তারপর থেকে প্রতিবার টাকা তোলার জন্য ১৫ টাকা করে চার্জ কাটবে। সেভিংস অ্যাকাউন্টের চেকবুকে প্রথম ১০টি পাতা বিনামূল্যে পাবেন। তারপর লাগলে কিনতে হবে। ১০টি পাতার জন্য ৪০ টাকা+জিএসটি, ২৫ পাতার জন্য ৭৫ টাকা+জিএসটি চার্জ লাগবে।