নিজস্ব প্রতিবেদন : আর্থিক সংকটে জেরবার টেলি সংস্থা ভোডাফোন। চড়া ট্যাক্স সঙ্গে অন্যান্য চার্জ বন্ধের দাবি।  আর তেমনটা না হলে ভারত থেকে পাততাড়ি গোটাতে পারে ভোডাফোন! ৪০ হাজার কোটি টাকা ঋণের বোঝা ভোডাফোনের ঘাড়ে। পরিস্থিতি সামলাতে ত্রাণ প্যাকেজের আর্জি জানিয়েছে টেলি সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



টেলিকম অপারেটর সংস্থাগুলির উপর চড়া হারে কর ও অন্যান্য চার্জ না বন্ধ করলে ভারত থেকে পাততাড়ি গোটাতে পারে ভোডাফোন। এই জল্পনা উস্কে দিলেন সংস্থার চিফ এগজিকিউটিভ নিক রিড। তিনি জানিয়েছেন, সরকার মাত্রাতিরিক্ত কর ও চার্জ নেওয়া না বন্ধ করলে ভারতে ভোডাফোনের ভবিষ্যত্ অনিশ্চিত হয়ে পড়তে পারে।


আরও পড়ুন - তিন মাসে ১ কোটি ২৬ লক্ষ স্মার্টফোন বিক্রি করে ভারতে এক নম্বরে Xiaomi!


 ভোডাফোন, আইডিয়াকে পুরনো বকেয়া বাবদ সরকারকে মেটাতে হবে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা। চলতি অর্থবর্ষের প্রথম অর্ধে ভোডাফোন গোষ্ঠীর প্রায় ১৯০ কোটি ইউরো লোকসান হয়েছে। ভারতে তাদের যৌথ উদ্যোগ সংস্থা ভোডাফোন-আইডিয়া গত বছর পথ চলা শুরুর পর থেকেই টানা লোকসানে চলছে।