ওয়েব ডেস্ক : ২০১৭-য় বাজার কাঁপাবে ৮জিবি RAM যুক্ত স্মার্টফোন। ইতিমধ্যেই অ্যাসুস বাজারে নিয়ে এসেছে তাদের ৮জিবি স্মার্টফোন। শোনা যাচ্ছে, খুব শিগগিরই একইরকমভাবে ৮জিবি RAM যুক্ত স্মার্টফোন বাজারে আনতে চলেছে স্যামসাং, HTC, অপ্পো, ওয়ান প্লাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অ্যাসুস জেনফোর AR- প্রথম ৮জিবি RAM যুক্ত স্মার্টফোন নিয়ে আসে অ্যাসুস-ই। খুব শিগগিরই ভারতেও আসতে চলেছে এই স্মার্টফোন। অ্যাসুস জেনফোর AR-এ রিয়ার ক্যামেরা ২৩ মেগা পিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল।


স্যামসাং গ্যালাক্সি S8- শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি S8-এ থাকবে ৮জিবি RAM। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেই আত্মপ্রকাশ করতে চলেছে স্যামসাং S8। থাকবে ৩০০০ mAh নন-রিমুভেবল লি-লন ব্যাটারি। অটোফোকাস, ডুয়াল LED ফ্ল্যাশ সহ থাকবে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সেলফি ক্যামেরা ৮ মেগা পিক্সেলের।


HTC11- মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৭-তে HTC নিয়ে আসতে চলেছে তাদের নতুন স্মার্টফোন HTC11। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসরের সঙ্গে থাকবে ৮জিবি RAM ও কোয়াড HD ডিসপ্লে।


অপ্পো ফিন্ড ৯- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ও ৮জিবি RAM নিয়ে বাজারে আসবে অপ্পো সিরিজের নতুন স্মার্টফোন। খবর এমনই।


ওয়ান প্লাস ৫- ওয়ান প্লাস ৩T-তে ছিল ৬জিবি RAM। এবার ওয়ান প্লাস ৫-এ শোনা যাচ্ছে থাকতে চলেছে ৮জিবি RAM।


আরও পড়ুন, ফাঁস হয়ে গেল জিও-র নতুন 4G ফোনের ছবি!


কালই আসছে জিয়াওমি নোট ৪, জেনে নিন ফোনের খুঁটিনাটি