নিজস্ব প্রতিবেদন: এবার সরকারিভাবে এয়ার ইন্ডিয়া হস্তান্তরের কাজ শুরু হল। বৃহস্পতিবারই টাটার হাতে উড়ান সংস্থা তুলে দেওয়ার কথা থাকলেও পদ্ধতিগতভাবে বিলম্ব হয়। শুক্রবারের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবেই বলে সরকারি সূত্রে খবর। সব প্রক্রিয়া শেষে অবশ্য এয়ার ইন্ডিয়া হয়ে উঠবে টাটার 'মহারাজা'। আগের নাম থাকলেও রূপ ও বেশ কিছু নিয়ম বদল হবে এয়ারলাইন্সটির৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথমেই যে নিয়মে বদল আসবে তা হল- খাওয়া দাওয়ার বিষয়টি (Meal Service)৷ এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যে অন বোর্ড খাওয়া অফার করা হত, সেই নিয়মে কিছুটা রদবদল হবে। এই Meal পরিকল্পনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে টাটা, এমনটাই খবর। তবে সবটাই হবে ধীরে ধীরে। প্রাথমিকভাবে মুম্বই-দিল্লি, মুম্বই-আবু ধাবি, মুম্বই-বেঙ্গালুরু, মুম্বই-লন্ডন রুটের উড়ানে নয়া নিয়ম কার্যকর করা হবে। 


তাজ গ্রুপের এয়ারলাইন ক্যাটারিং সার্ভিস Taj SATS এই বিষয়টি দেখভাল করবে বলে সূত্রের খবর। ২১ জানুয়ারি কেবিন ক্রু-দের জন্য এই মর্মে একটি সার্কুলার জারি করেছে সংস্থা। সেখানে পানীয় সরবরাহের বিষয়টিও আলাদা ভাবে উল্লেখ করা হয়েছে। ফার্স্ট ক্লাস এবং বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য প্রথমেই পানীয় (অ্যালকোহল) সরবরাহ করা হবে। ইকোনমি ক্লাসের জন্য থাকবে সফট ড্রিঙ্কস। 


আরও পড়ুন, Uttarakhand Assembly Polls 2022: রামনগরে প্রার্থী নন হরিশ, কোথা থেকে লড়বেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী?


এছাড়াও বিজনেস এবং প্রথম শ্রেণির যাত্রীদের জন্য বিশেষ ওয়াইন গ্লাস আনা হচ্ছে৷ সাধারণ গ্লাসের জায়গায় স্থান পাবে তারা৷ ইকোনমি ক্লাসের চা/কফি সরবরাহে মেলামাইন এবং বিজনেস-ফার্স্ট ক্লাসের জন্য পোর্সিলেনের কাপ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী সংবাদপত্র, ম্যাগাজিনও দেওয়া হবে যাত্রীদের৷ 


নতুন 'মহারাজা'য় কেবিন ক্রু-দের স্মার্ট ড্রেসআপের দিকেও লক্ষ্য রাখা হচ্ছে। সংস্থার তরফে জানান হয়েছে কেবিম ক্রু-রা ব্র‍্যান্ডকে প্রতিনিধিত্ব করে। তাই তাদের স্মার্টনেসই এগিয়ে নিয়ে যাবে এই ব্র‍্যান্ডকে। সেই জন্য বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে সংস্থা৷ প্রতিটি যাত্রীকে উড়ানের 'অতিথি' হিসেবেই দেখবে 'মহারাজা', এমনটাও জানান হয়েছে।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App