খাবারে চিনির পরিমাপ বলে দেবে অ্যাপ
খাবারে কত পরিমাণ চিনি আছে তা এবার বলে দেবে একটি অ্যাপ। শুনতে অবাক লাগলেও এটা একেবারেই সত্যি। দোকানে প্রিজারভেটিভ দিয়ে প্যাক করা ফলের রস কিংবা খাবারের প্যাকেটের পিছনে অথবা সামনে লেখা থাকে `সুগার ফ্রি`। শুধুমাত্র `সুগার ফ্রি` কথাটা দেখেই ডায়েট প্রিয় মানুষেরা ওই খাবারের জন্য ঝাঁপিয়ে পড়েন। কিন্তু জানেন কি যতই প্যাকেটে `সুগার ফ্রি` লেখা থাকুক না কেন, ওই খাবারে কিছু পরিমাণ চিনি থেকেই থাকে। তাই ডায়েট করে যতই মিষ্টিকে এড়িতে চলতে চান না কেন, চিনি আপনার পিছু ছাড়তেই চায় না। কারণ বাড়িতে তৈরি করা খাবারে কম চিনি দিলেও দোকানের প্যাক করা ফলের রসে অথবা বিস্কুটে কত পরিমাণ চিনি দেওয়া আছে তা আর দেখা সম্ভব হয় না। তাই এবার একটা অ্যাপই আপনাকে বলে দিতে পারবে আপনার খাবারে কত পরিমাণ চিনি আছে। অ্যাপটির নাম হল, `সুগার স্মার্ট` অ্যাপ। ২০১৬ সালের ৭ জানুয়ারি বাজারে মুক্তি পেয়েছে অ্যাপটি।
ওয়েব ডেস্ক: খাবারে কত পরিমাণ চিনি আছে তা এবার বলে দেবে একটি অ্যাপ। শুনতে অবাক লাগলেও এটা একেবারেই সত্যি। দোকানে প্রিজারভেটিভ দিয়ে প্যাক করা ফলের রস কিংবা খাবারের প্যাকেটের পিছনে অথবা সামনে লেখা থাকে 'সুগার ফ্রি'। শুধুমাত্র 'সুগার ফ্রি' কথাটা দেখেই ডায়েট প্রিয় মানুষেরা ওই খাবারের জন্য ঝাঁপিয়ে পড়েন। কিন্তু জানেন কি যতই প্যাকেটে 'সুগার ফ্রি' লেখা থাকুক না কেন, ওই খাবারে কিছু পরিমাণ চিনি থেকেই থাকে। তাই ডায়েট করে যতই মিষ্টিকে এড়িতে চলতে চান না কেন, চিনি আপনার পিছু ছাড়তেই চায় না। কারণ বাড়িতে তৈরি করা খাবারে কম চিনি দিলেও দোকানের প্যাক করা ফলের রসে অথবা বিস্কুটে কত পরিমাণ চিনি দেওয়া আছে তা আর দেখা সম্ভব হয় না। তাই এবার একটা অ্যাপই আপনাকে বলে দিতে পারবে আপনার খাবারে কত পরিমাণ চিনি আছে। অ্যাপটির নাম হল, 'সুগার স্মার্ট' অ্যাপ। ২০১৬ সালের ৭ জানুয়ারি বাজারে মুক্তি পেয়েছে অ্যাপটি।
কীভাবে কাজ করবে এই অ্যাপ?
দোকান থেকে খাবার কেনার সময়, প্যাকেটের পিছনে থাকা বার কোডটিকে অ্যাপের মাধ্যমে স্ক্যান করুন। সঙ্গে সঙ্গেই অ্যাপ বলে দেবে সেই খাবারের মধ্যে ঠিক কত পরিমাণ চিনি রয়েছে।
তবে আর দেরি কেন আজই ডাউনলোড করুন এই অ্যাপ এবং শুরু করে দিন 'পারফেক্ট ডায়েট'।