ওয়েব ডেস্ক: এবার স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আরও দারুন খবর নিয়ে এল টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। এবার টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া অনুমতি দিয়েছে ৩৬৫ দিন স্পেশাল ডেটা ভাউচার সমস্ত সার্ভিস প্রোভাইডরদের জন্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মাত্র ৯৯৯ টাকায় 4G ফোন আনছে রিলায়েন্স জিও!


প্রেজেন্ট রেগুলেটরি রেজিম বা বর্তমান নিয়ন্ত্রণ শাসক সমস্ত টেলিকম সার্ভিস প্রোভাইডরদের অনুমতি দিয়েছে গ্রাহকদের প্রচুর পরিমানে ডেটা সার্ভিস দেওয়ার। এই স্পেশাল ডেটা ভাউচার যেকোনও ট্যারিফ আইটেমের সঙ্গে যুক্ত করে দেওয়া যেতে পারে। কিংবা আলাদা করেও দেওয়া যেতে পারে।


আরও পড়ুন পুত্র নাকি কন্যা সন্তান আসছে, জানা যাবে গর্ভবতী মহিলার রক্তচাপ থেকেই!


প্রধানমন্ত্রী চাইছেন দেশকে ক্যাসলেস করতে। তাই দেশের মানুষ যাতে আরও বেশি করে ক্যাসলেস আদান প্রদান করতে পারেন, তার জন্য ট্রাইয়ের এই ঘোষণা খুবই প্রয়োজনীয়।