নিজস্ব প্রতিবেদন: করোনা দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে আতঙ্কের পরিবেশ। ত্রস্ত সাধারণ মানুষ। যখন তখন নেমে যাচ্ছে রক্তে অক্সিজেনের মাত্রা। শ্বাসকষ্টজনিত সমস্য়া নিয়ে হাসপাতালে বাড়ছে ভিড়। এই অবস্থায় চিকিৎসকরা বাড়িতে অক্সিমিটার রাখার পরামর্শ দিচ্ছেন। যদি তা না থাকে, বিশেষজ্ঞরা বলছেন স্মার্টওয়াচ বা স্মার্টব্য়ান্ড দিয়েও প্রাথমিক পর্যায়ে কাজ চলতে পারে। বর্তমানে প্রায় সমস্ত স্মার্টওয়াচ বা স্মার্টব্য়ান্ডেই  Spo2 সিস্টেম থাকে। এর সাহায্য়েও রক্তে অক্সিজেনের মাত্রা মাপা সম্ভব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পকেটসাধ্য় দামে এমনই ৫টি স্মার্টওয়াচ ও স্মার্টব্য়ান্ডের খোঁজ রইল,যা অক্সিমিটারেরও কাজ করবে ।


আরও পড়ুন: WhatsApp-র প্রাইভেসি পলিসি না মানলে অ্যাকাউন্ট ডিলিট হবে না, কিন্তু মিলবে 'শাস্তি'


Amazfit Bip U Pro: Amazfit Bip U-এরই আরও উন্নত ভার্সান Amazfit Bip U Pro।  দাম মাত্র ৪ হাজার ৯৯৯ টাকা। স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৪৩ ইঞ্চি চওড়া এইচডি TFT-LCD কালার ডিসপ্লে, ২৪ ঘণ্টার হার্ট মনিটরিং সেন্সর, SpO2 মনিটর।


Amazfit GTS 2 mini: Amazfit GT 2 সিরিজের নয়া স্মার্টওয়াচ Amazfit GTS 2 mini। এই স্মার্টওয়াচটির দাম মাত্র ৬ হাজার ৯৯৯ টাকা। এতে রয়েছে ২৪ ঘণ্টার হার্টরেট ট্র্যাকিং সিস্টেম, স্লিপ কোয়ালিটি মনিটরিং সিস্টেম, স্ট্রেস লেভেল মনিটরিং সিস্টেম। রয়েছে SpO2 মনিটরিং সিস্টেম।


আরও পড়ুন: SBI গ্রাহকদের জন্য বড় সুবিধা! বাড়িতে বসেই অন্য Branch এ স্থানান্তর Account


Colourfit Pro 3: নয়েজ সংস্থার তরফে Colourfit Pro 2, Colourfit Pro 3, দুটি স্মার্টওয়াচ ভারতীয় বাজারে আনা হয়েছে। Colourfit Pro 3-র দাম ৩ হাজার ৯৯৯ টাকা। এতে রয়েছে, হার্টরেট মনিটর, রক্তে অক্সিজেন লেভেল মনিটরিং সিস্টেম, স্ট্রেস মনিটরিং সিস্টেম।


Realme Watch S: দাম মাত্র ৪ হাজার ৯৯৯। গোলাকৃতি ডায়ালের এই স্মার্টওয়াচে রয়েছে হার্টরেট মনিটর, রক্তের অক্সিজেন লেভেল মনিটরিং সিস্টেম (SpO2)।  সংস্থার দাবি একবার চার্জ দিলে ১৫ দিন চলবে এই স্মার্টওয়াচ। 


আরও পড়ুন: আর ফ্রী নয় Google Photos, ১লা জুন থেকে স্টোরেজ কিনতে লাগবে টাকা


GQOII Smart Vital: ভারতে এই স্মার্টওয়াচের দাম ৫ হাজার ৬৯৯ টাকা। এতে রয়েছে শরীরের উষ্ণতা মাপার সিস্টেম, হার্টরেট মনিটর, রক্তের অক্সিজেন লেভেল মনিটরিং সিস্টেম।