নিজস্ব প্রতিবেদন: আরও একটি নতুন ফোন বাজারে নিয়ে এল ভিভো। নতুন মডেলটি হল ভিভো ওয়াই৯৩। ভারতের বাজারে এখন এলেও আগেই ফোনটি চিনে বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই ফোনের ডিসপ্লে HD+ Halo FullView আর সঙ্গে থাকছে MediaTek Helio P22 SoC.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ বাজারে আসতে চলেছে Redmi Pro 2!


এই ফোনটিতে মেমোরি ৩২ জিবি। সঙ্গে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়া থাকছে Jovi Smart Screen ও Smart Split. যা শুধু ভারতে উপলদ্ধ ফোনগুলিতেই পাওয়া যাবে।


কী কী থাকবে


৬.২ ইঞ্চি এইচডি প্লাস স্ক্রিন।


অ্যান্ড্রোয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম।


ডুয়াল ন্যানো সিম।


octa-core MediaTek Helio P22 SoC


৪ জিবি ব়্যাম


৩২ জিবি ইন্টারনাল মেমরি। ৬৪ জিবি এক্সটারনাল মেমরি।


ডুয়াল রিয়ার ক্যামেরার প্রাইমারি সেন্সর ১৩ মেগাপিক্সেল। সঙ্গে অ্যারচার এফ-২.২। সেকেন্ডারি সেন্সর ২ মেগাপিক্সেল। সঙ্গে অ্যারচার এফ-১.৮।


ব্যাটারি ৪০৩০ এমএএইচ।


এছাড়াও থাকছে লাইট সেন্সর, ই-কম্পাসের মতো সুবিধা।


আরও পড়ুন: Flipkart-এ বিক্রি শুরু Asus-এর নতুন স্মার্টফোন ZenFone Max M2


কত দাম


ভারতের বাজারে এই সমস্ত ফিচার্সের যে ফোনগুলি পাওয়া যায়, সেই তুলনায় ভিভোর এই ফোনটি দাম বেশ কম। ফোনটি ১৩,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।