ফেব্রুয়ারিতেই ৪টি ক্যামেরা, পাঞ্চ হোল ডিসপ্লে-সহ 5G স্মার্টফোন লঞ্চ করছে Vivo
এই ফোনের দাম এখনও জানা না গেলেও জানা গিয়েছে এর একাধিক স্পেসিফিকেশন। আসুন এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক...
নিজস্ব প্রতিবেদন: 4G-এর পর এবার হাই স্পিড নেটওয়ার্ক 5G এসে গিয়েছে। আর ফেব্রুয়ারিতেই Vivo নিয়ে 5G স্মার্টফোন। চিনা কোম্পানি Vivo নিয়ে আসছে Z6 5G ফোন। ২৯ ফেব্রুয়ারি লঞ্চ হচ্ছে এই ফোনের। সম্প্রতি চিনের এই কোম্পানিটির অফিশিয়াল ওয়েবসাইটে একটি টিজার প্রকাশ্য়ে আসে। এই ফোনের দাম এখনও জানা না গেলেও জানা গিয়েছে এর একাধিক স্পেসিফিকেশন।
Vivo Z6 5G-এর স্পেসিফিকেশন:
১) এই ফোনে থাকছে Snapdragon ৭৬৫ চিপসেট।
২) পাঞ্চ হোল ডিসপ্লে থাকছে এই ফোনে।
৩) ডিসপ্লের উপরে ডান দিকে থাকছে সেলফি ক্যামেরা। আর পিছনে থাকছে ৪টি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।
৪) ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও কোম্পানির লোগো থাকছে।
আরও পড়ুন: ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা-সহ একাধিক আর্কষণীয় ফিচারে বাজারে হাজির Redmi K30Pro 5G
৫) এই ফোনে ৫,০০০ mAh ব্যাটারি থাকছে। আর থাকছে ৪৪W ফাস্ট চার্জ সাপোর্ট।
৬) প্রসেসর ঠান্ডা রাখার জন্য এই ফোনে থাকছে বিশেষ লিকুইড কুলিং সিস্টেম।
৭) সাদা, নীল ও কালো রঙের পাওয়া যাবে এই ফোন।