৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা-সহ একাধিক আর্কষণীয় ফিচারে বাজার কাঁপাতে হাজির Redmi K30 Pro 5G

আসুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশনগুলি সম্পর্কে...

Edited By: সুদীপ দে | Updated By: Feb 23, 2020, 03:42 PM IST
৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা-সহ একাধিক আর্কষণীয় ফিচারে বাজার কাঁপাতে হাজির Redmi K30 Pro 5G

নিজস্ব প্রতিবেদন: সুপার ফাস্ট চার্জিং-সহ বাজারে আসতে চলেছে Xiaomi -র দুটি নতুন G স্মার্টফোন, ইতিমধ্যে চিনের সার্টিফিকেশন ওয়েবসাইটে সবুজ সংকেতও পেয়েছে। এর মধ্যে অন্যতম Redmi K30 Pro 5G।  আসুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশনগুলি সম্পর্কে.....

Redmi K30 Pro 5G-এর স্পেসিফিকেশন:

১) এই ফোনে অপারেটিং সিস্টেম চলবে Android 10, তার উপর চলবে সংস্থার MIUI স্কিন।

২)  Redmi ফ্ল্যাগশিপে থাকছে Snapdragon 865 চিপসেট।

৩) এই ফোনে ৮ জিবি RAM।

৪) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে।

আরও পড়ুন: এক রিচার্জেই ৩৩৬ দিন আনলিমিটেড কল, ৫০৪ জিবি ডেটা-সহ একাধিক সুবিধা দিচ্ছে Jio

৫) ছবি তোলার জন্য এই ফোনে থাকবে মোট চারটি ক্যামেরা, প্রাইমারি ক্যামেরায় থাকছে ৬৪ মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর।

৬) এই ফোনের সবথেকে বড়ো ইউএসপি এর সুপার চার্জিং ফিচার। ৩৩ W ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে।

৭) ফোনটির দাম সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

.