নিজস্ব  সংবাদদাতা: ১১ই ফেব্রুয়ারি নাসা ঘোষণা করল মহাকাশে পাড়ি দেওয়ার পরবর্তী পদক্ষেপের কথা। নতুন পরীক্ষার ক্ষেত্রে দুজন মহাকাশচারীকে একসঙ্গে পাঠানোর জন্য লোক খুঁজছে নাসা। দুজনের মধ্যে একজনকে অবশ্যই হতে হবে মহিলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাসা জানিয়েছে ২০২৪ সালের মধ্যে প্রথম একজন মহিলার সঙ্গে  একজন নভশ্চর পাঠানোর কথা।নাসার তরফ থেকে আরও জানানো হয় যে, ২০২১ সালের মধ্যে তারা পেয়ে যাবে উপযুক্ত প্রার্থী। যাদেরকে নাসা ২ বছর হিউস্টনে জনসন স্পেস সেন্টারে প্রশিক্ষণ দিয়ে ২০২৪-এ পাঠাবে চাঁদে। বর্তমানে নাসার কাছে আছে ৪৮ জন মহাকাশচারী। এই সংখ্যা বাড়ানোয় নাসার প্রধান উদ্দেশ্য।


আরও পড়ুন:আর্কষণীয় দামে, দুর্দান্ত ফিচার-সহ বিক্রি শুরু হচ্ছে Realme C3-এর


তবে চাঁদে যাওয়ার জন্য থাকতে হবে মহাকাশচারীদের কিছু যোগ্যতা এবং দক্ষতা। দেখে নিন যোগ্যতা এবং বেতন,


১)  প্রথমেই যেটা থাকতে হবে তা হল, ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স  স্ট্রিমে মাস্টার ডিগ্রী।যদি ২ বছরের পিএইচডি থাকে তাহলে আরও ভাল হয়।
২) এছাড়া বাড়তি সুবিধা পাবে মেডিকেল ডিগ্রী ধারীরা।
৩)আবেদনকারীর ২ বছরের ফ্লাইংয়ে থাকতে হবে প্রফেশনাল এক্সপেরিয়েন্স।
৪) আবেদনকারী পাইলট হলে থাকতে হবে কমপক্ষে ১০০০ ঘণ্টার পাইলট ইন কমান্ড টাইম।এক্ষেত্রে আবেদনকারীকে দিতে হবে ২ ঘণ্টার একটি অনলাইন পরীক্ষা।
৫) যোগ্য প্রার্থীকে নাসার তরফ থেকে দেওয়া হবে ৫৩,৮০০ থেকে ৭০,০০০ ডলারের মত বেতন।