আর্কষণীয় দামে, দুর্দান্ত ফিচার-সহ বিক্রি শুরু হচ্ছে Realme C3-এর

বাড়তি সুবিধা পাবেন Jio গ্রাহকরা

Updated By: Feb 14, 2020, 02:12 PM IST
আর্কষণীয় দামে, দুর্দান্ত ফিচার-সহ বিক্রি শুরু হচ্ছে Realme C3-এর

নিজস্ব প্রতিবেদন: আজ থেকেই  বিক্রি শুরু  Realme C3-এর, গত সপ্তাহেই ভারতে  লঞ্চ হয়েছিল এই ফোন। দুটি রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।  বাড়তি সুবিধা পাবেন Jio গ্রাহকরা, ৩৪৯ টাকা রিচার্জে ৭,৫৫০ টাকার সুবিধা পাবেন। এছাড়া Flipkart থেকে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Realme C3 কিনলে ১,০০০ টাকা অতিরিক্ত ছাড় মিলবে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশনগুলি সম্পর্কে .....

Realme C3 স্পেসিফিকেশন:

১) ছবি তোলার জন্য এই ফোনে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সঙ্গে থাকবে  ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
২) এই ফোনে একটি ৬.৫ ইঞ্চি এচডি ডিসপ্লে থাকবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ নচ।
৩) ফোনের ভিতরে MediaTek Helio G70 চিপসেট থাকছে।
৪) Realme C3 তে একটি ৫,০০০ mAh  ব্যাটারি রয়েছে।
৫) দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফোন ৩ জিবি  RAM+৩২  জিবি স্টোরেজে পাওয়া যাবে এই ফোন।এন্যটি পাওয়া যাবে ৪ জিবি  RAM+৬৪ জিবি স্টোরেজে।
৬) ফোনটি কিনতে খরচ পড়বে ৭,৯৯৯ টাকা।

আরও পড়ুন - শুরু হচ্ছে Vivo V19 Pro-এর প্রিবুকিং, তার আগেই জেনে নিন এর ফিচারগুলি

Tags:
.