নিজস্ব প্রতিবেদন: চলতি মাসেই চিনে লঞ্চ হয়েছে Redmi Note 7। ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এই ফোনের মূল আকর্ষণ! এ ছাড়াও রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার। কিন্তু কতটা মজবুত Redmi Note 7? প্রায় ১৩-১৪ হাজার টাকার এই স্মার্টফোন কতটা টেকসই? ক্রেতাদের তার প্রমাণ দিতে আসরে নামলেন Redmi-র সিইও লু ওয়েইবিং। সংস্থার প্রকাশিত ভিডিয়োয় Redmi Note 7-কে কখনও চপিং বোর্ড হিসাবে, তো কখনও আখরোট ভাঙার কাজে ব্যবহার করতে দেখা গেল লু ওয়েইবিংকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিয়োয় Redmi Note 7-এর ডিসপ্লের উপরে একের পর এক কলা, আপেল ইত্যাদি ফল রেখে চাকু দিয়ে কাটতে দেখা গিয়েছে লু ওয়েইবিংকে। এখানেই থেমে থাকেননি Redmi-র সিইও। Redmi Note 7 দিয়ে সজোরে আখরোট ভাঙতেও দেখা গিয়েছে তাঁকে। Redmi Note 7 যে কতটা টেকসই, তা প্রমাণ করার জন্য আর কী চাই! Redmi Note 7-এর এই ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশ্বাস না হলে নিজেই দেখে নিন...



আরও পড়ুন: তিন ভাঁজে ভাঁজ করে ফেলা যাবে Xiaomi-র এই ফোল্ডেবেল স্মার্টফোন!



via GIPHY