নিজস্ব প্রতিবেদন: এবার হোয়াটসঅ্যাপে চ্যাট আরও নজরকাড়া৷ ইউজারদের কাছে অ্যাপটিকে জনপ্রিয় করে তুলতে এবার ভয়েস মেসেজের ফিচারে বেশ কিছু বদল আনল হোয়াটসঅ্যাপ। ভয়েস মেসেজের ক্ষেত্রে দীর্ঘদিন কোনও আপডেশন আসেনি। তবে এবার একেবারে নতুনত্ব ফিচারে আসছে ভয়েস মেসেজ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখন ভয়েস মেসেজ পাঠানোর ক্ষেত্রে মেসেজ রেকর্ড করে সরাসরি পাঠিয়ে দিতে হয়৷ অর্থাৎ ভুল ত্রুটি হলে সংশোধনের উপায় ছিল না। কিন্তু এবার আর সে চিন্তা নেই। নয়া ফিচারে এবার আসছে ভয়েস মেসেজ। আপডেটেড ফিচারে রেকর্ড করে সেই মেসেজ শুনে পাঠাতে পারবেন।


আরও পড়ুন, Amazon sacks employee: বারবার বাথরুমে যাওয়ার জের! মহিলা কর্মীকে বরখাস্ত করল Amazon


তবে এই ফিচারে নিশ্চিত করবে যে ব্যবহারকারীরা ভয়েস বার্তায় যা বলতে চান তা পরিবর্তন করার দ্বিতীয় সুযোগ পাবেন। তারা প্রথম প্রচেষ্টায় খুশি না হলে দ্বিতীয় প্রচেষ্টায় মেসেজের মানও উন্নত করতে পারবে৷ এই ভাবনা থেকেই এই আপডেট করেছে হোয়াটসঅ্যাপ। 


 সোশ্যাল মিডিয়া জায়ান্ট অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপের বিটা ভার্সনের জন্য নতুন এই ফিচার চালু করেছে বলে জানা গেছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)