`freedom 251`-এখনই এই ফোন আপনার কিনে ফেলা দরকার- পাঁচটা কারণ
বিশেষজ্ঞরা একদম নম্বর দিচ্ছেন না। বিশুদ্ধবাদীরা নাক উঁচু করে সমালোচনা করছেন। প্রতিদিন শুনছেন এখনই কিনবেন না `freedom 251`। কিন্তু আমরা বলছেন, কিনে ফেলুন। না, কোনও বিজ্ঞাপনের জন্য নয়। কী জন্য আপনার এই ফোন কেনা উচিত এক নজরে চোখবুলিয়ে নিন--
ওয়েব ডেস্ক: বিশেষজ্ঞরা একদম নম্বর দিচ্ছেন না। বিশুদ্ধবাদীরা নাক উঁচু করে সমালোচনা করছেন। প্রতিদিন শুনছেন এখনই কিনবেন না 'freedom 251'। কিন্তু আমরা বলছেন, কিনে ফেলুন। না, কোনও বিজ্ঞাপনের জন্য নয়। কী জন্য আপনার এই ফোন কেনা উচিত এক নজরে চোখবুলিয়ে নিন--
১) আরে বাবা এত কম দাম--দামটা ২৫১ টাকা। আচ্ছা, এবার বলুন তো ২৫১ টাকা আপনি কিসে না খরচ করেন। সিগারেট থেকে শুরু করে চা-পান-কিংবা সিনেমা দেখা। কিংবা ফোনের বিল দেওয়া বা রিচার্জ করা। যে কোনও খুচরো খরচ তো মাসে ২৫০ টাকা ছাপিয়ে যায়। তাহলে কেনই বা এই সামান্য না একটা আস্ত ফোনই কিনে ফেলা যায়। জানি আপনি বলবেন, টাকা কী গাছে ফলে যে নষ্ট করব। তাহলে বলব ফোনটার দাম এতটাই কম যে টাকা ঠিক উঠে যাবে।
পড়ুন দুনিয়ার সবচেয়ে সস্তা ফোনের সাতটা অবশ্যই জেনে রাখার বিষয়
২) স্মারক হিসেবেও থেকে যাবে--মাত্র ২৫১টাকা খরচ করলেই দুনিয়ার সবচেয়ে সস্তা স্মার্টফোন আপনার কাছে এসে যাবে। এটা একটা স্মারক হতে পারে। মনে করুন দামি স্মারক তো অনেকের কাছেই থাকে, আপনার কাছে থাকুক সবচেয়ে সস্তা স্মার্টফোন। হ্যাঁ, আই ফোন যাদের কাছে স্বপ্ন তাদের কাছে সান্ত্বনার কাজ করতে পারে এটা। আরে বা সস্তাকে দাম দিতে পারাটাও একটা দামী বিষয়।
২৫১ টাকার ফোনের বিপ্লবের পিছনে কে তিনি?
৩) মুখে হাসি আনতে--ধরুন, আপনি কারও মুখে হাসি ফোটাতে চান। তার হয়তো ফোন নেই, কিংবা স্মার্টফোনের খুব ইচ্ছা তার। কিন্তু তার সেটা কেনার সাধ্য নেই। এক কাজ করুন আপনি এটা গিফট করুন। ২৫১টাকায় এত হাসি দিতে পারবেন যে আপনার টাকা উসুল হয়ে যাবে।
৪) হুজুগে গা ভাসান, তাতে ক্ষতি কী!--বাঙালি সবসময় হুজগে গা ভাসাতে ভালবাসে। অনেকেই বলছে, ফ্রিডম ২৫১ ফোন নিয়ে যা চলছে তা হুজগ ছাড়া কিছু নয়। কিন্তু তারাই অন্য কথা বলবে যখন আপনার হাতে এই ফোনটা দেখবে। আপনার হাতে এই ফোন দেখলে ওরাই প্রথম বলবে, 'দেখি ভাই ফোনটা কেমন, একটু ধরে দেখি।'
৫) ক দিন একটু স্বাদ বদলাতে--আরে বাবা নিজের ফোনটা অনেকদিন ধরে ব্যবহার করছেন, নিন না একটু স্বাদ বদল করুন। ২৫১টাকা তো কী স্বাদ বদলের পক্ষে বেশ ভাল।