ওয়েব ডেসক্: স্মার্টফোনের যুগে কোন মোবাইল কোম্পানি কত কম টাকায় কত বড় ফোন দিতে পারছে, তা নিয়ে প্রতিযোগিতা চলছে। বড় মোবাইলের বাজারে একই ফিচার্স সমেত বিশ্বের সবচেয়ে ছোট অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এল MICRO X S240 কোম্পানি। আকারে ছোট হলেও, অন্যান্য স্মার্টফোনের তুলনায় মোটেই কমজোরি কিংবা কম কিছু ফিচার্স নেই এই ফোনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একনজরে দেখে নেওয়া যাক বিশ্বের সবথেকে ছোট অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কী কী ফিচার্স রয়েছে-


১) ২.৪ ইঞ্চি ডিসপ্লে।


২) 4 GB স্টোরেজ।


৩) 512 MB RAM।


৪) অ্যান্ড্রয়েড কিটক্যাট।


৫) ডুয়েল কোর প্রসেসর।


৬) ২ মেগাপিক্সেল রেয়ার ফেসিং ক্যামেরা।