নিজস্ব প্রতিবেদন: অ্যাকটিভ নয়েস ক্যান্সেলেশন, ডেডিকেটেড Google Assistant, শক্তিশালী ব্যাটারি, ব্লুটুথ কোডেক সাপোর্ট-সহ একাধিক আকর্ষণীয় ফিচারে ভারতে লঞ্চ হতে চলেছে Xiaomi MI Box 4K। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Xiaomi Mi Box 4K-এর স্পেসিফিকেশন আর দাম...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Xiaomi Mi Box 4K-এর স্পেসিফিকেশন আর দাম:


১) Xiaomi-এর MI Box 4K সাউন্ড বক্সে থাকছে এইচডিআর ১০-এর সুবিধা। একই সঙ্গে এতে রয়েছে ডলবি অডিও এবং ডিটিএস ২.০ + ডিজিটাল আউট-এর সুবিধাও। এই বক্সে রয়েছে ক্রোমকাস্ট এবং Android TV 9.0-এর সুবিধাও।


২) MI Box 4K ২.০ সাউন্ড বক্সে থাকছে মালি ৪৫০ জিপিইউ দিয়ে তৈরি কোয়াড-কোর ৬৪-বিট প্রসেসর। এই বক্সে রয়েছে ২ জিবি RAM, এবং ৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ।


৩) এই বক্সটি ব্লুটুথ ৪.২ সুবিধা রয়েছে। MI বক্সের সঙ্গে যে রিমোট কন্ট্রোল রয়েছে তার উপরে একটি ডেডিকেটেড Google Assistant ‘কি’ রয়েছে। শুধু তাই নয়, এটিতে Netflix আর Amazon Prime ভিডিয়ো স্ট্রিম করারও বিশেষ ‘কি’ রয়েছে।


আরও পড়ুন: গ্রাহকের তথ্য পাচারের অভিযোগ কি তাহলে সত্যি? Xiaomi-র নয়া সিদ্ধান্তে বাড়ল জল্পনা


৪) টিভি, স্মার্টফোন, ট্যাবলেট এমনকি ল্যাপটপের সঙ্গেও কনেক্ট করা যাবে MI Box 4K। এতে রয়েছে অ্যাকটিভ নয়েস ক্যান্সেলেশন ফিচার, রয়েছে শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ।


৫) Xiaomi-এর MI Box 4K সাউন্ড বক্সের দাম ৩,৪৯৯ টাকা।