নিজস্ব প্রতিবেদন: স্মার্টফোনে ফাস্ট চার্জিং প্রযুক্তি অনেক দিন আগেই চলে এসেছে। তবে এত দ্রুত স্মার্টফোনের ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে, তা আগে কেউ ভাবেনি। ফোন চার্জে দিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার দিন ফুরিয়ে এল। এখন মাত্র ১৭ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে ৪,০০০ mAh ব্যাটারি! কারণ খুব শীঘ্রই 100W Super Charge Turbo চার্জিং প্রযুক্তি নিয়ে আসছে Xiaomi।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি একটি সম্মেলন Xiaomi যা ইঙ্গিত দিয়েছে, তাতে আগামী বছরের (২০২০) শুরুতেই বাজারে চলে আসবে 100W Super Charge Turbo চার্জিং প্রযুক্তি-সহ স্মার্টফোন। মনে করা হচ্ছে, Xiaomi-র Mi Mix 4 ফোনে প্রথম এই 100W Super Charge Turbo চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত ভাবে কিছুই জানায়নি সংস্থা। চিনে আপাতত Redmi K30 5G লঞ্চের চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছে Xiaomi।


আরও পড়ুন: ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ জিবি RAM ১০ হাজার টাকারও কমে দিচ্ছে Realme!


জানা গিয়েছে, শুধু Xiaomi নয়, ২০২০ সালের শুরুতে Super Charge Turbo চার্জিং প্রযুক্তি যুক্ত হতে চলেছে Vivo-এর একটি স্মার্টফোনে। আগামী বছর 120W Super Charge Turbo চার্জিং প্রযুক্তি-সহ বাজারে আসতে চলেছে Vivo-র স্মার্টফোনও। জানা গিয়েছে, Vivo-র ওই ফোনটির ৪,০০০ mAh ব্যাটারি মাত্র ১৩ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে।