মালাইকাকে ভুলতে পারছেন না? জর্জিয়ার সঙ্গে বিয়ের কথায় খেপে গেলেন আরবাজ!
জর্জিয়া এন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কের মাঝেই সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে পুরনো সম্পর্কের কথা টেনে তোলেন আরবাজ খান। মালাইকার নাম না করেই প্রাক্তন সম্পর্ক নিয়ে কথা বলতে শুরু করেন সলমন খানের ভাই।