নিজস্ব প্রতিবেদন: ভারতের কৃষক আন্দোলনে হস্তক্ষেপ করতে চেয়ে এ বার বিদেশ সচিবকে চিঠি দিলেন ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষের ৩৬ জন সদস্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লির কৃষক আন্দোলন আর মোটেই শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় হয়েই নেই! সারা পৃথিবী থেকে এ নিয়ে নানা তরফের উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ নিয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করেছিলেন। যদিও তা নিয়ে ভারত পরে যথেষ্ট কড়া অবস্থান নেয়। কিন্তু দেখা যাচ্ছে, ভারতের বিরক্তিকে পাত্তাই দেওয়া হচ্ছে না। বরং পর পর অনেকেই দিল্লির কৃষক বিক্ষোভ নিয়ে নিজেদের মত প্রকাশ করছেন। রাষ্ট্রপুঞ্জ বলেছে, যে কোনও আন্দোলনকে চলতে দেওয়া কর্তব্য সংশ্লিষ্ট দেশের সরকারের! 


এ দিকে ব্রিটিশ পার্লামেন্টও ভারত নিয়ে শঙ্কিত। ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষ মিলিয়ে মোট ৩৬ জন সদস্য বিদেশ সচিব ডমিনিক রাব-কে ভারতের কৃষক আন্দোলনে হস্তক্ষেপ করতে চেয়ে চিঠি দিলেন! তাঁদের মধ্যে তন্মনজিৎ ধেসি নামের এক সদস্য প্রতিবাদী কৃষকদের পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তিত বলে জানিয়েছেন। তিনি এ-ও জানান, পাঞ্জাবে নতুন কৃষি আইন খুবই সঙ্কট তৈরি করবে!


also read: কানাডার পরে ভারতীয় কৃষকদের সমর্থনে এ বার এগিয়ে এল রাষ্ট্রপুঞ্জও