নিজস্ব প্রতিবেদন: china Easter-র একটি যাত্রীবাহী বিমান ১৩৩ জনকে দক্ষিণ-পশ্চিম চিনে ভেঙে পড়েছে। বিনামটি ভেঙে পড়ার ফলে পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরফলে হতাহতের সংখ্যা জানা যায়নি। সোমবার সরকারি সংবাদ সংস্থা সিসিটিভি এই খবর জানিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিসিটিভি, প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা ব্যুরোকে উদ্ধৃত করে জানিয়েছে বোয়িং ৭৩৭ বিমানটি গুয়াংজি (Guangxi) অঞ্চলের উঝো শহরের (Wuzhou city) কাছে একটি গ্রামে ভেঙে পরে এবং পাহাড়ে আগুন লেগে যায়। আরও জানানো হয়েছে যে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


সিসিটিভি জানিয়েছে, "১৩৩ জনকে নিয়ে একটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি গুয়াংজির (Guangxi), উঝো (Wuzhou) শহরের টেং কাউন্টিতে (Teng county)  ভেঙে পড়েছে এবং পাহাড়ে আগুন লেগেছে।"


আরও পড়ুন: Russia-Ukraine War: দেখে নিন ইউক্রেন ও রাশিয়া কী সব ভয়ঙ্কর অস্ত্র নিয়ে যুদ্ধে নেমেছে!


কুনমিং (Kunming) থেকে গুয়াংজু (Guangzhou) পর্যন্ত চায়না ইস্টার্ন ফ্লাইটটি স্থানীয় সময় ১.১১ টায় (০৫১১ GMT) উড়ে যায়। স্থানীয় সময় ২.২২টায় ৩৭৬ নট গতিতে ৩২২৫ ফুট উচ্চতায় ফ্লাইট ট্র্যাকিং শেষ হয়।


স্থানীয় সময় ৩.০৫ মিনিটে বিমানটির অবতরণের কথা ছিল। চিনের বিমান ক্ষেত্রের নিরাপত্তার রেকর্ড গত এক দশকে বিশ্বের সেরাদের মধ্যে রয়েছে।


এভিয়েশন সেফটি নেটওয়ার্কের মতে, চীনের সর্বশেষ বড় জেট দুর্ঘটনাটি ছিল ২০১০ সালে, যখন হেনান এয়ারলাইন্স-এর (Henan Airlines) একটি এমব্রেয়ার ই-১৯০ (Embraer E-190) আঞ্চলিক জেট কম দৃশ্যমানতায় ইচুন বিমানবন্দরের (Yichun airport) কাছে ভেঙে পরে। সেই দুর্ঘটনায় বিমানে থাকা ৯৬ জনের মধ্যে ৪৪ জন নিহত হন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)