Russia-Ukraine War: দেখে নিন ইউক্রেন ও রাশিয়া কী সব ভয়ঙ্কর অস্ত্র নিয়ে যুদ্ধে নেমেছে!
যুদ্ধে ইদানীং নানা নতুন ও অত্যাধুনিক অস্ত্র-শস্ত্র ব্যবহার করা হয়। এক একটি অস্ত্রের এক এক রকম ব্যবহার, এক এক রকম মারণশক্তি, এক এক রকম প্রযুক্তি। ফলে সে সব নিয়ে মানুষের নানা আগ্রহ। এ নিয়ে চর্চাও আজকাল সর্বস্তরে ঘটে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নানা কিসিমের অস্ত্রের ঝনঝনানি।
বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশ রাশিয়া। বিশ্বে যত অস্ত্র বিক্রি হয়, তার প্রায় ২০ শতাংশই রাশিয়ার। যুদ্ধবিমান, ইঞ্জিন, ক্ষেপণাস্ত্র, সাঁজোয়া যান, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা-সহ অনেক ধরনের অস্ত্র বিক্রি করে রাশিয়া। অস্ত্রাগারে থাকা সোভিয়েত আমলের অস্ত্রের আধুনিকায়নও করেছে তারা। অত্যাধুনিক অস্ত্র তৈরি ও প্রতিরক্ষাব্যবস্থা জোরদারও করছে। ইউক্রেন যুদ্ধে মস্কো মূলত নিজেদের তৈরি অস্ত্রই ব্যবহার করছে। রাশিয়ার তুলনায় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ইউক্রেনের সামরিক শক্তি অনেক কম। ইউক্রেনের অস্ত্রাগারে থাকা অস্ত্রের বেশির ভাগ পশ্চিমাদের দেওয়া।