নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তানকে বিশ্বের অন্যান্য দেশ স্বীকৃতি কতটা দিল তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে সেই ডামাডোলের মধ্যেই ইসলামাবাদে আফগান দূতাবাসে কূটনীতিক নিয়োগ করতে চলেছে তালিবান। আফগান ফার্স্ট সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হল হাফিজ মহিবুল্লাহকে। বল এবার ইমরান সরকারের কোর্টে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-প্রতিরক্ষা কর্তাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে ISI হানা! চরম সতর্কতা জারি করল IB 


পাকিস্তানই হল প্রথম দেশ যারা আফগানিস্তানে তালিবান সরকার গঠনের ব্যাপারে সর্বোচ্চ আগ্রহ দেখিয়েছে। পাকিস্তানের একাধিক মন্ত্রী-সহ খোদ ইমরান খান পর্যন্ত তালিবানকে স্বাগত জানিয়েছেন। শুধু তাই নয় কাবুল সরাসরি পৌঁছে গিয়েছেন ইমরান খান মন্ত্রিসভার সদস্যরা। এমনকি আইএসআই আধিকারিকদেরও আফগানিস্তানের যাওয়ার খবর এসেছে। এককথায় আফগানিস্তানে তালিবানের সরকার গঠনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিয়েছিল পাক সরকার। বেসরকারিভাবে তালিবানকে কেউ যদি স্বীকৃতি দিয়ে থাকে তা হল পাকিস্তান। 



মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের একাধিক দেশ প্রশ্ন তুলছে, আফগানিস্তানে মানবাধিকার রক্ষা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। দেশের সাধারণ মানুষের ভালোমন্দের দিকে তালিবান নজর দেবে কিনা তা দেখে নিয়েই তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবা যাবে। এর মধ্য়ে ইসলামাবাদে আফগান দূতাবাসের কূটনীতিক হিসেবে হাফিজ মহিবুল্লার নাম পাঠিয়েছে আফগান সরকার। জানানো হয়েছে তিনিই হবেন ইসলামাবাদে আফগানিস্তানের ফার্স্ট সেক্রেটারি। আগে যিনি ছিলেন তাঁকে ফিরিয়ে নেওয়া হল। পাশাপাশি অনুরোধ করা হয়েছে, হাফিজের নিয়োগে যত দ্রুত সম্ভব যেন সবুজ সংকেত দেয় ইসলামাবাদ।


আরও পড়ুন-Goa: টার্গেট গোয়া, সৈকত শহরের বিভিন্ন জায়গায় দেখা মিলল মমতার ছবি দেওয়া ব্যানারের


এদিকে, হাফিজ মহিদুল্লাহকে যদি পাকিস্তান মেনে নেয় তাহলে আন্তর্জাতিক মঞ্চে তালিবানকে স্বীকৃতি দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে পাকিস্তান বিষয়টি নিয়ে ভাববে বলে মনে করা হচ্ছে। অর্থাত্ এতদিন তালিবানের সঙ্গে যোগাযোগকে যে ইনফর্মাল বলা হচ্ছিল তা এবার সরকারি হয়ে যাবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)