Goa: টার্গেট গোয়া, সৈকত শহরের বিভিন্ন জায়গায় দেখা মিলল মমতার ছবি দেওয়া ব্যানারের

গোয়ার বিভিন্ন জায়গায় দেখা মিলল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানারের। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লেখা 'গোয়াঞ্চি নভি সকাল।'

Updated By: Sep 28, 2021, 08:02 PM IST
Goa: টার্গেট গোয়া, সৈকত শহরের বিভিন্ন জায়গায় দেখা মিলল মমতার ছবি দেওয়া ব্যানারের

নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় বিপ্লব দেবকে ধাক্কা দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের একের পর এক নেতা সেখানে গিয়ে হামলার শিকার হলেও পিছপা হতে রাজী নয় ঘাসফুল শিবির। গতকালই রাজ্যসভায় তৃণমূলের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন সুস্মিতা দেব। ত্রিপুরা-অসম সহ গোটা উত্তরপূর্বে এখন নজর সন্তোষ মোহন দেব কন্যার। এবার গোয়ায় নজর কাড়ল তৃণমূল।

আরও পড়ুন-Bharat Biotech: WHO এর অনুমোদন পেতে মরিয়া চেষ্টা ভারত বায়োটেকের

গোয়ার বিভিন্ন জায়গায় দেখা মিলল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানারের। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লেখা 'গোয়াঞ্চি নভি সকাল।' উত্তরপূর্বের দুই রাজ্যে, উত্তরপ্রদেশ-সহ এবার গোয়াতেও যে দলের সংগঠন বিস্তারে ঝাঁপাচ্ছে তা ওই ব্যানার থেকেই স্পষ্ট। তৃণমূলের গোয়া সংগঠানের তরফে এক টুইটে পোস্ট করা হয়েছে ওই ব্যানারের ছবি। সেখানে লেখা হয়েছে, 'আমরা এখন গোয়ায়। আমরা এখানে লড়তে এসেছি। থাকতে এসেছি। জিততে এসেছি।'

সোমবারই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজেনহো ফেলেইরো। দল ছেড়েই তাঁর মন্তব্য, মমতাকে চাইছে গোয়া। কলকাতায় এলেন ফেলেইরো। আগামিকাল বিকেল চারটেয় তিনি তৃণমূলে যোগ দেবেন। দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা সম্পর্কে উচ্ছ্বসিত ফেলেইরো। গতকাল সংবাদমাধ্যমে তিনি বলেন, মমতা মহিলা উন্নয়নের কান্ডারী। স্ট্রিট ফাইটার। গোয়ায় তাঁকে প্রয়োজন। মমতাকে অনুরোধ, গোয়ায় এসে তিনি দায়িত্ব নিন।

আরও পড়ুন-IPL 2021, KKR vs DC: দুরন্ত কেকেআর, দিল্লিকে হারিয়ে ফের জয়ের সরণিতে কলকাতা

অভিষেক বন্দ্যোপাধ্য়ায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর দলকে উত্তরভারত-সহ দেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে দেওয়া চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। উত্তরপ্রদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ঘাসফুল শিবির। তবে সম্প্রতি নজর কেড়েছে তৃণমূলের ত্রিপুরা অভিযান। সেখানে বিপ্লব দেব সরকারের বাধা সত্বেও জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। একের পর এক অভিষেকের কর্মসূচি বাতিল হচ্ছে তার পরও হাল ছাড়তে নারাজ ঘাসফুল শিবির। সোমবারই তৃণমূলের সাংসদ নির্বাচিত হয়েছেন সুস্মিতা দেব। তিনিও জানিয়েছেন তাঁকে অসমের পাশাপাশি ত্রিপুরা ও উত্তরপূর্বভারতের কথা তাঁকে বলতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন, ত্রিপুরার মানুষের উপরে বিপ্লব দেবের মতো একজন মুখ্যমন্ত্রীকে চাপিয়ে দেওয়ার পেছনে রয়েছেন মোদী। দলের নির্দেশে বিজেপির বিরুদ্ধে যে কর্মসূচি নিতে বলা হবে সেটাই করব।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.