নিজস্ব প্রতিবেদন: কাবুলে বিস্ফোরণের নিন্দা করল তালিবান। এও মনে করিয়ে দিল, বিমানবন্দরের ওই অংশের নিরাপত্তা রয়েছে মার্কিন সেনার হাতে। অন্যদিকে, মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, বিস্ফোরণে ৪ মার্কিন মেরিনস কমান্ডোর মৃত্যু হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটারে তালিবানের মুখপাত্র জাবিউল্লা লিখেছে, কাবুল বিমানবন্দরে সাধারণ নাগরিকদের উপরে হামলার নিন্দা করছে ইসলামিক এমিরেট। ওই জায়গার নিরাপত্তার দায়িত্বে আছে মার্কিন সেনা। নিজেদের নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তার উপরে নজর রাখছে ইসলামিক এমিরেট। দুষ্ট চক্রকে রুখে দেওয়া হবে।'


রয়টার্স সূত্রে খবর, কাবুল বিমানবন্দরের নিরাপত্তায় রয়েছেন অন্তত ৫২০০ মার্কিন সেনা। তাঁদের মধ্যে অনেকে আহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, বিস্ফোরণে ৪ মার্কিন মেরিনস কমান্ডোর মৃত্যু হয়েছে। বিস্ফোরণের নেপথ্যে আফগানিস্তানে আইএসের খোরসান শাখার হাত রয়েছে বলে মনে করছে ওয়াশিংটন। 


আরও পড়ুন- Afghanistan Crisis: হামিদ কারজাই ও আবদুল্লা আবদুল্লাকে অবশেষে গৃহবন্দি করল তালিবান


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)