নিজস্ব প্রতিবেদন: ভারতে নিষিদ্ধ হয়েছে টিকটক-সহ ৫৯ টি চিনা অ্যাপ। এবার সেই পথে হেঁটে টিকটক ব্যান করার কথা ভাবছে বন্ধু আমেরিকা। জল্পনাকে উসকে দিয়ে মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও সোমবার জানিয়েছেন, আমেরিকাও টিকটক-সহ চিনা অ্যাপ ব্যান করার কথা ভাবছে। পম্পেও এ-ও জানিয়েছেন ট্রাম্প প্রশাসন গুরুত্বপূর্ণ ভাবে বিষয়টি দেখছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তথ্য নিরাপত্তার স্বার্থে গত ৩০ জুন টিকটক-সহ ৫৯ টি অ্যাপকে নিষিদ্ধ করেছে ভারত সরকার। একদিনের মধ্যে প্লে স্টোর থেকে সরে যায় অ্যাপগুলি। ভারতের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিল আমেরিকা।


আরও পড়ুন: মাঝ আকাশে দুই বিমানে সংঘর্ষ, ভেঙে সলিল সমাধি গভীর হ্রদে


তাহলে কি আমেরিকাও এবার এই পথে? সে নিয়ে জল্পনা তুঙ্গে। তারই মধ্যে টিকটক সংস্থা হংকংয়ে নিজেদের বাজার বন্ধ করেছে। চিনের নতুন জাতীয় নিরাপত্তা আইন এনে হংকংয়ের স্বায়ত্ত শাসনের কোমর ভেঙে দিয়েছে জিনপিং প্রশাসন। নতুন আইন এনে সেন্সর করার পাশাপাশি গ্রাহক তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ চিনা সরকারের বিরুদ্ধে। তাই হংকংয়ে ঝাঁপ টেনেছে টিকটক।


অন্যদিকে ব্রিটেনে হাওয়েই কোম্পানিকে দেওয়া ৪জি পরিষেবার চুক্তি ভাঙার পথে এগিয়েছেন বরিস জনসন। সব মিলিয়ে চাপ বাড়ছে জিনপিংয়ের উপর। সারা বিশ্বে কোণঠাসা হচ্ছে বেজিং।