মাঝ আকাশে দুই বিমানে সংঘর্ষ, ভেঙে সলিল সমাধি গভীর হ্রদে

 রবিবারের এই ঘটনায় ৮ জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে খবর মিলেছে। যদিও এখনও পর্যন্ত ২ জনের দেহ উদ্ধার করা গিয়েছে।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jul 6, 2020, 08:13 PM IST
মাঝ আকাশে দুই বিমানে সংঘর্ষ, ভেঙে সলিল সমাধি গভীর হ্রদে
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: আমেরিকায়  দুটি বিমানের মধ্যে সংঘর্ষের পর ইদাহোর কোয়ের ডিএলেন হ্রদের জলে ভেঙে পড়ে বিমানগুলি।রবিবারের এই ঘটনায় ৮ জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে খবর মিলেছে। যদিও এখনও পর্যন্ত ২ জনের দেহ উদ্ধার করা গিয়েছে।

 

সংঘর্ষের পর কোয়ের ডিএলেন হ্রদের ১২৭ ফুট গভীরে তলিয়ে যায় বিমানগুলি। নিহতদের মধ্যে শিশুও থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। স্থানীয় শেরিফ কার্যালয় থেকে জানানো হয়েছে ঘটনার পর কোনও যাত্রী বেঁচে নেই বলেই ধরে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:পাকিস্তানকে ৪টি অ্যাটাক ড্রোন দিচ্ছে চিন, ভারতের নজরে মার্কিন Armed Predator-B

ফেডারাল বিমান বিভাগের পক্ষ থেকে একজন জানিয়েছেন, যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছিল তার মধ্যে একটি সেসনা ২০৬ (Cessna 206) । অন্য় বিমানটির সম্পর্কে কিছু জানানো হয়নি। যে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এই ঘটনার তদন্ত করছে।

 

.