নিজস্ব প্রতিবেদন: ভারত-নর্ডিক সম্মলনে যোগ দিতে ৩০ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সুইডেনের মাটিতে পা রাখলেন। দু’দিনের সফরে মঙ্গলবার সুইডেনের রাজা ষষ্ঠোদশ গুস্তাফের সঙ্গে সাক্ষাত্ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এরপর দুপুর দেড়টা নাগাদ দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করবেন নরেন্দ্র মোদী এবং সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ভারত-নর্ডিক সম্মলনে যোগ দিচ্ছে নর্ডিকগোষ্ঠীভুক্ত আরও চারটি দেশ- ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং নরওয়ে। এই সম্মলনে পাঁচটি দেশের প্রধানের সঙ্গে পারস্পরিক বাণিজ্যিক, অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়ন নিয়ে আলোচনা হবে ভারতের প্রধানমন্ত্রীর।


আরও পড়ুন- আলোচনাই ভারত-পাক সংঘাত মেটানোর একমাত্র রাস্তা, সুর বদল পাক সেনা প্রধানের


প্রসঙ্গত, এই সুইডেনে অস্ত্র প্রস্তুতকারী সংস্থা বফর্সের থেকে কামান কিনে বিতর্কে জড়িয়েছিলেন তত্কালীন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তারপর থেকেই নর্ডিকগোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে সম্পর্কের অবনতি হতে থাকে ভারতের। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তাঁর যেমন এই প্রথম সুইডেন সফর তেমনই ৩০ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী বরফ গলিয়ে নর্ডিক দেশগুলির সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপনে উদ্যোগী হলেন। কূটনৈতিক শিবির মনে করছে, নরেন্দ্র মোদীর কাছে এই সফর বিশেষ তাত্পর্যপূর্ণ।


আরও পড়ুন- তীর্থযাত্রী কাণ্ডে ভারতকে পাল্টা কটাক্ষ ইসলামাবাদের


উল্লেখ্য, সোমবার, স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় স্টকহোম আরলান্ডা বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে মোদীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সে দেশের প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন। ভারত-নর্ডিক সম্মেলন সেরে ব্রিটেনে পাড়ি দেবেন নরেন্দ্র মোদী। সেখানে ১৯ থেকে ২০ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ হেডস অব গভর্নমেন্টের বৈঠকে যোগ দেবেন তিনি।


আরও পড়ুন- আজানে শব্দদূষণ! হোয়াটসঅ্যাপ করে জানাতে চান অনেক ইমাম