নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার লন্ডনে ভারতীয় দূতাবাসের সামমে বিক্ষোভের ঘটনায় কড়া পদক্ষেপ নিল লন্ডন মেট্রোপলিটান পুলিস। দূতাবাসের জানালার কাচ ভাঙার অভিযোগে গ্রেফতার করা হল ২ জনকে। পুলিসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় দূতাবাসে হামলার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-যার নিষ্ঠা বেশি, সেই পাবে পুরস্কার! দুর্গাপুজোয় কমিটি ধরতে এবার প্রতিযোগিতা চালু বিজেপির


উল্লেখ্য, মঙ্গলবার ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে প্রায় হাজার দশেক ব্রিটিশ পাকিস্তানি এসে জড়ো হয় ভারতীয় দূতাবাসের সামনে। তাদের সঙ্গে ছিল খালিস্তানপন্থীরাও। কর্মসুচিটির নাম দেওয়া হয়েছিল ‘কাশ্মীর ফ্রিডম মার্চ’।



কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে প্রতিবাদ জানান ওইসব পাক বংশোদ্ভূতারা। পাক অধিকৃত কাশ্মীরের পতাকা হাতে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন ‘ইউ ওয়ান্ট ফ্রিডম’, ‘স্টপ সেলিং ইন কাশ্মীর’। ওই বিক্ষোভ উস্কে দেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।



দূতাবাসকে লক্ষ্য করে এদিন ডিম, টমেটো, জুতো, পাথর, স্মোক বোমা ছুড়ে একাধিক জানালার কাচ ভেঙে দেয় বিক্ষোভকারীরা। সেই ছবি ট্যুইট করেছে ভারতীয় দূতাবাস। লন্ডনের মেয়র সাকিব খান নিজেও একজন পাক বংশোদ্ভূত ব্রিটিশ। এই ঘটনার নিন্দা করেছেন তিনি। এক ট্যুইটে তিনি লিখেছেন, এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। এক নিন্দা করছি।


আরও পড়ুন-বউবাজারের রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী, বিপজ্জনক চিহ্নিত আরও ২০টি বাড়ি


এর আগে গত ১৫ অগাস্টও ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখায় পাকিস্তানি ও খালিস্তানপন্থীরা। সেবারও দূতাবাস লক্ষ্য করে ছোড়া হয় ডিম, জুতো, পাথর। ওই ঘটনার প্রতিবাদ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ফোন করেন প্রধানমন্ত্রী মোদী। তার পরেই এই পদক্ষেপ নিল ব্রিটেন।