নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরে ভারতের ৩৭০ ধারা রদ করার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় বিক্ষোভ প্রদর্শন করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে রীতিমতো জেহাদের হুঙ্কার দিয়েছেন ওই সংগঠনের নেতা আমির ফয়জুল করীম চরমোনা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কাশ্মীরের জন্য প্রয়োজনীয় সময় ও জীবন দেওয়ার ঘোষণা করেছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রীতিমতো ভারতের বিরুদ্ধে বিষোদগারও করা হয়েছে বিক্ষোভ মিছিলে। আমির ফয়জুল করীম চরমোনা বলেন,'নেহরু সাহবে সংবিধানে কাশ্মীরকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছিলেন। কাশ্মীরের জনগণই শুধু ব্যবসা, সরকারি চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন। বহিরাগতরা, ভারতীয় নাগরিক হলেও জমি ক্রয় বা ব্যবসা করতে পারতেন না। মোদী সরকার অবৈধভাবে ৩৭০ ধারা পরিবর্তন করেছে। সংবিধানের শর্ত মানেনি ভারত সরকার।'         
          
তবে কাশ্মীরের মানুষের পাশে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিতে গিয়ে মনের ভয় লুকোতে পারেননি করীম। মোদীর বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে বলে ফেলেন,'ভারতের সংবিধান লঙ্ঘন করে আগ্রাসন চালাচ্ছে মোদী সরকার। আমাদের ভয় ষড়যন্ত্রের নজর পড়তে পারে বাংলাদেশে। অবৈধভাবে দেশ দখলের চক্রান্ত করছে মোদী সরকার। আমি মনে করি, যদি মোদীকে সুযোগ দেওয়া হয় তাহলে সেই সুযোগ পেয়ে সে বাংলাদেশ দখল করার চক্রান্ত করবে।' 



ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বন্ধু রাষ্ট্র বাংলাদেশে এমন বিক্ষোভ কর্মসূচি নিয়ে উঠছে প্রশ্ন। কারণ, কাশ্মীর একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। সে নিয়ে কেউ নাক গলাতে পারে না বলে ইতিমধ্যেই স্পষ্ট করেছে ভারত সরকার। 


আরও পড়ুন- মমতার ৩৭০ ধারা আপত্তি ছিল না, উনিও বুঝেছেন এটা ভালো পদক্ষেপ: দিলীপ