সংবাদ সংস্থা:  প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডে জড়িত তাঁরই স্বামী আসিফ আলি জারদারি। বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে মুশারফ দাবি করেছেন, বেনজির ভুট্টো খুন হওয়ার ফলে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন আসিফ আলি জারদারি।


সম্প্রতি পাক রাজনৈতিক মহলে অভি‌যোগ ওঠে, বেনজির ভুট্টোর হত্যার পেছনে মুশারফের হাত রয়েছে। ওই অভি‌যোগের পরে আজ পাল্টা ভিডিও পোস্ট করলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট। এ দিন তিনি বলেন, বেনজির ভুট্টো ও মুর্তাজা ভুট্টোর হত্যার পিছনে জারদারির হাত রয়েছে।


‌মুশারফ বলেন, “যখন কোনও খুন হয় তখন দেখার বিষয় হল ওই খুনে লাভ কার বেশি। ওই সময়ে বেনজির ভুট্টো খুনের ফলে আমিই সবচেয়ে চাপে পড়ে ‌যাই। বেনজির খুনের ফলে একমাত্র একজনই লাভবান হয়েছেন। তিনি হলেন আসিফ আলি জারদারি। উনি তো ৫ বছর ক্ষমতায় ছিলেন। তখন কেন তদন্তে অগ্রগতি হয়নি! কারণ উনি এর সঙ্গে জড়িত।”


আরও পড়ুন-আত্মসমর্পণ করতে কেন্দ্রের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে দাউদ, চাঞ্চল্যকর দাবি রাজ ঠাকরের