ওয়েব ডেস্ক: সুইজারল্যাণ্ডের অন্যতম বড় শহর জুরিখে একটি ইসলামিক সেন্টারে বন্দুকবাজের হানা। গুরুতর জখম তিন ব্যক্তি। জানা গেছে, ওই ইসলামিক সেন্টারে নমাজ পড়ার সময় হঠাত হামলা চালায় আততায়ী। পুলিস জানিয়েছে, হামলার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী। আততায়ীর খোঁজে তল্লাশি চলছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আততায়ী কালো পোশাক পরে ছিল। তার বয়স আনুমানিক ৩০ বছর। হামলার পেছনে কোনও জঙ্গি কার্যকলাপ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বীরেন্দ্র সেহবাগের পর টেস্টে ৩০০ করলেন করুন নায়ার


এছাড়াও ইউরোপের দুই দেশে ঘটেছে এমনই ঘটনা।আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছে তুর্কিতে রাশিয়ান রাষ্ট্রদূত অ্যান্ড্রে কারলভের। খুব কাছ থেকে গুলি করা হয় তাকে লক্ষ্য করে।গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে।সেখানেই মৃত্যু হয় তাঁর।অন্যদিকে, বড়দিনের মুখে বার্লিনে রক্তস্নান। ফিরল ফ্রান্সের নিস হামলার স্মৃতি।


আরও পড়ুন  আততায়ীর গুলিতে মৃত্যু হল তুর্কিতে রাশিয়ান রাষ্ট্রদূত অ্যান্ড্রে কারলভের