আততায়ীর গুলিতে মৃত্যু হল তুর্কিতে রাশিয়ান রাষ্ট্রদূত অ্যান্ড্রে কারলভের

আততায়ীর গুলিতে মৃত্যু হল তুর্কিতে রাশিয়ান রাষ্ট্রদূত অ্যান্ড্রে কারলভের। খুব কাছ থেকে গুলি করা হয় তাকে লক্ষ্য করে।গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে।সেখানেই মৃত্যু হয় তাঁর।৷রাজধানীতে একটি ছবির প্রদর্শনী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তার উপর হামলা হয়। কারলভ ছাড়াও গুলিতে জখম হয়েছে আরও তিনজন।

Updated By: Dec 20, 2016, 08:16 AM IST
আততায়ীর গুলিতে মৃত্যু হল তুর্কিতে রাশিয়ান রাষ্ট্রদূত অ্যান্ড্রে কারলভের

ওয়েব ডেস্ক: আততায়ীর গুলিতে মৃত্যু হল তুর্কিতে রাশিয়ান রাষ্ট্রদূত অ্যান্ড্রে কারলভের। খুব কাছ থেকে গুলি করা হয় তাকে লক্ষ্য করে।গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে।সেখানেই মৃত্যু হয় তাঁর।৷রাজধানীতে একটি ছবির প্রদর্শনী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তার উপর হামলা হয়। কারলভ ছাড়াও গুলিতে জখম হয়েছে আরও তিনজন।

আরও পড়ুন বীরেন্দ্র সেহবাগের পর টেস্টে ৩০০ করলেন করুন নায়ার

রাশিয়ার প্রশাসনে সূত্রে খবর, হামলার পেছনে থাকতে পারে আইএস জঙ্গি গোষ্ঠীর হাত। ইতিমধ্যে তদন্তের জন্য তুরস্কের সঙ্গে যোগাযোগ শুরু করেছে রাশিয়া। ২০১৩ সাল থেকে তুরস্কে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন অ্যান্ড্রে কারলভ।

আরও পড়ুন  গ্রেটার কোচবিহারকে সমর্থন আর বিজেপিকে ভোট দেওয়ার শাস্তি জানেন?

.