Bangladesh Fire: ঢাকার বহুতলে বিধ্বংসী আগুন, মৃত ৪৪...
Dhaka Building Fire: ঢাকার বহুতলে ভয়ানক দুর্ঘটনা। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি এই ঘটনায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪৪। গুরুতর আহত ২২ জন। রাত পৌনে ১০টার দিকে ওই বিল্ডিংয়ে আগুন লাগে। সেই বিল্ডিংয়ে রয়েছে একাধিক রেস্তোরাঁ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার বাংলাদেশের(Bangladesh) রাজধানী ঢাকার(Dhaka) বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাততলা ওই শপিং মলে কাচ্চি ভাই রেস্টুরেন্ট, খানাস, ফুকো, অ্যাম্ব্রোশিয়াসহ একাধিক রেস্টুরেন্ট রয়েছে ও দোতলায় কাপড়ের দোকান 'ক্লজেট ক্লাউড' ও 'ইলিয়েন' রয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ওই বিল্ডিংয়ে আগুন লাগে। আগুন নেভানোর পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি এই ঘটনায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪৪। গুরুতর আহত ২২ জন। জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়েই ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পৌঁছায় আরও ৩।
প্রত্যক্ষদর্শীরা বাংলাদেশের সংবাদমাধ্যমে জানান, বিল্ডিংয়ের প্রথম ও দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা ওপরের দিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ক্রেনের সাহায্যে ভবনের সপ্তম তলা ও ছাদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নামিয়ে আনতে থাকেন তাঁরা। অনেকেই আগুনের ভয়ে, বিল্ডিংয়ের উপরে উঠতে থাকে। প্রাণ বাঁচাতে অনেকেই বিল্ডিংয়ের উপরে উঠতে শুরু করেন।
ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তখনো বিল্ডিংয়ের ভেতরে ধোঁয়া ছিল। এরপর তল্লাশি চালিয়ে অচেতন অবস্থায় অনেককে বের করে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের একটি ফ্রিজার ভ্যানে বেশ কয়েকজনকে নিয়ে যেতে দেখা যায়।
আরও পড়ুন- Bengal News LIVE Update: চলতি বছরে ফের দাম বাড়ল LPG গ্যাস সিলিন্ডারের...
রাত ২টোর সময়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, এই ঘটনায় ৪৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ৮ জন বার্ন ইনস্টিটিউটে এবং ১৪ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে মন্ত্রী জানিয়েছেন। এর আধ ঘণ্টা পর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ঢাকা মেডিকেলে গিয়ে সাংবাদিকদের জানান, রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালেও একজনের মরদেহ রয়েছে। সব মিলিয়ে ৪৪ জনের মৃত্যুর খবর পেয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টা ৪১ মিনিটে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়েছে। হস্তান্তর প্রক্রিয়ায় যুক্ত রয়েছে জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)