নিজস্ব প্রতিবেদন: ফের কি কোভিড ভয়াবহ হচ্ছে? নতুন করে কোভিড-আতঙ্ক যে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তার প্রমাণ পাওয়া গেল। বাংলাদেশে  ঘোষিত হল লকডাউন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আওয়ামি লিগ জেনেরাল সেক্রেটারি (Awami League General Secretary) তথা Road Transport and Bridges দফতরের মন্ত্রী Obaidul Quader জানিয়েছেন, বাংলাদেশে নতুন করে ভয়াবহ হয়ে ওঠা করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বাংলাদেশ (bangladesh) সরকার এখন এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে।


আরও পড়ুন: দেশে মোট সংক্রমিত ৬৮ হাজার, রাজ্যেও চোখ রাঙাচ্ছে করোনা


৫ এপ্রিল থেকে lockdown শুরু হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, সমস্ত অফিস-আদালত এই সময়ে বন্ধ থাকবে। তবে শিল্পকলকারখানায় রোটেশন পদ্ধতিতে কাজ করানো হবে। আপাতত এটা করা হচ্ছে, কেননা, এখনই কলকারখানা সব বন্ধ করে দিলে শ্রমিকেরা বাড়ির পথে বেরিয়ে পড়বেন। তাতে হিতে বিপরীত হতে পারে। 


গত সাত মাসের মধ্যে শুক্রবারেই covid সংক্রমণের হার সব চেয়ে বেশি ছিল-- ২৩.২৮ শতাংশ। এদিন ২৪ ঘণ্টায় ৫০জনের মৃত্যু হয়েছে। lockdown সংক্রান্ত অন্যান্য জরুরি ঘোষণা অচিরেই করা হবে বলে জানানো হয়েছে সে দেশের তরফে। 


আরও পড়ুন: দেশের করোনা-পরিস্থিতি আরও খারাপ হয়েছে, স্বীকার কেন্দ্রের