দেশে মোট সংক্রমিত ৬৮ হাজার, রাজ্যেও চোখ রাঙাচ্ছে করোনা
Mar 29, 2021, 13:32 PM IST
1/5
দেশজুড়ে করোনার কামড়। ৬২ হাজার থেকে এক লাফে দৈনিক সংক্রমণ পৌছে গেল ৬৮ হাজারে। একদিনে ৬৮ হাজার ২০ জনের শরীরে ভাইরাস মিলেছে।
2/5
৩০০র কোঠা থেকে মৃতের সংখ্যা কমে ২৯১। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩২ হাজার ২৩১। সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। কোভিড জ্বরে কাবু গোটা রাজ্য সংক্রিতের সংখ্যা ৪০ হাজার পার করেছে।
photos
TRENDING NOW
3/5
গতকাল থেকে সেখানে শুরু হয়ে গিয়েছে নাইট কারফিউ। সংক্রমণ এই হারে বাড়লে লকডাউনের পথে যেতে পারে ঠাকরের রাজ্য। রাজ্যেও ভোটের মধ্যে চোখ রাঙাচ্ছে করোনা। শনিবারের তুলনায় রবিবার বাড়ল সংক্রমণ।
4/5
রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮২৭ জন। যাদের মধ্যে ২৯২ জনই কলকাতার। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। ২৪ ঘণ্টায় করোনা থাবা বসিয়েছে সেখানকার ১৯৩ জনের শরীরে। একমাত্র ঝাড়গ্রাম ছাড়া বাকি সব জেলা থেকেই মিলেছে নতুন আক্রান্তের হদিশ।
5/5
সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে করোনাজয়ীর সংখ্যাও। একদিনে সামান্য হলেও নিম্নমুখী মৃত্যু। মৃত্যু হয়েছে দুজনের। আর এই দুজনই কলকাতার বাসিন্দা। যা কিছুটা আশার আলো দেখাচ্ছে আমজনতাকে।