নিজস্ব প্রতিবেদন— আর কিছুদিন পরই কিডনি প্রতিস্থাপনের জন্য ভারতে আসার কথা ছিল তাঁর। কিন্তু তা আর হল না। তার আগেই নিউ ইয়র্কে বাংলাদেশের সিনিয়র চিত্র সাংবাদিক এ হাই স্বপনের মৃত্যু হল করোনায় আক্রান্ত হয়ে। চিন, ইতালি, স্পেনের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস। সাংবাদিক স্বপন অবশ্য বহুদিন ধরেই অসুস্থ ছিলেন। হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরই মধ্যে পরীক্ষায় করোনা পজিটিভ হন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলাদেশের দৈনিক সংবাদপত্র মানবজমিনে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। এছাড়া কাজ করেছে বাংলাবাজারে। বাংলাদেশের আরেক সাংবাদিক আব্দুর রহিম তাঁর মৃত্যুর খবর ফেসবুকে জানিয়েছেন। নিউ ইয়র্কে থাকলেও কিছুদিনের মধ্যে নিজের দেশ বাংলাদেশে ফিরবেন বলে ঠিক করেছিলেন স্বপন। কিন্তু স্বদেশে ফেরা আর হল না তাঁর। কিডনি ডায়ালিসি করানোর জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিত্সার জন্য প্রচুর টাকা খরচ হয়। নিউ ইয়র্কে বাংলাদেশী সাংবাদিকরা তাঁর জন্য অর্থ জোগাড়ের চেষ্টাও করেছিলেন। কিন্তু সেই সুযোগ আর দিলেন না স্বপন।\


আরওপড়ুন— লকডাউন! বাড়ির বাইরে দেখলেই পুলিসকে গুলি করার নির্দেশ দিলেন এই দেশের প্রেসিডেন্ট


কুইন্স হাসপাতালে রাত রাত একটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বপন। কিডনির সমস্যায় বহুদিন ধরেই ভুগছিলেন তিনি। তবে এভাবে করোনায় তিনি প্রাণ হারাবেন তা কেউই হয়তো কল্পনা করতে পারেননি। বাংলাদেশের সাংবাদিকমহলে শোকের ছায়া নেমে এসেছে। স্বপনের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন অনেকেই।