সিরিয়ার নিরিহ মানুষের উপর হামলা হবে না, বাশারের আশ্বাস
বাশার সরকারের পাশে দাঁড়িয়েছে ইরানও। শনিবার বাশারের সঙ্গে ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি জানিয়েছেন, এই পরিস্থিতিতে সিরিয়ার পাশে রয়েছে ইরান
নিজস্ব প্রতিবেদন: মুখ খুললেন বাশার। নিরিহ মানুষদের উপর হামলা হবে না, বললেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার অল-আসাদ। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনের এক যোগে ক্ষেপণাস্ত্র হামলাকে তীব্র নিন্দা করে বাশার স্পষ্ট জানিয়ে দেন, এ ভাবে তার সরকারকে দমানো যাবে না। সিরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, দেশের কোণায় কোণায় সন্ত্রাস উত্খাতের লড়াই চালাচ্ছে তার সরকার। এই লড়াই আগামী দিনেও জারি থাকবে বলে স্পষ্ট করেন বাশার।
আরও পড়ুন- সিরিয়ায় শান্তি ফেরাতে শক্তিধর রাষ্ট্রগুলিকে অনুরোধ রাষ্ট্রসংঘের
বাশার সরকারের পাশে দাঁড়িয়েছে ইরানও। শনিবার বাশারের সঙ্গে ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি জানিয়েছেন, এই পরিস্থিতিতে সিরিয়ার পাশে রয়েছে ইরান। রৌহানি আশ্বাস দিয়েছেন, চিকিত্সার সহয়তা করবে তাঁর দেশ।
আরও পড়ুন- সিরিয়ায় রাসায়নিক হামলার ‘মূলচক্রী’ ব্রিটেন!
উল্লেখ্য, শুক্রবার সিরিয়ায় রাসায়নিক অস্ত্রভাণ্ডার ধ্বংস করতে এক যোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেন। এই হামলার তীব্র সমালোচনা করেছে রাশিয়া।
আরও পড়ুন- সত্যিই কি বাঁধতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ?