সংবাদ সংস্থা:  মার্কিন যুক্তরাষ্ট্র-গামী সব বিমানে নিরাপত্তা সংক্রান্ত নয়া নিয়ম চালু করতে চলেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বিমানসংস্থাগুলি জানায়, নিরাপত্তা খাতিরে যাত্রীদেরকে সংক্ষিপ্ত ইন্টারভিউও নেওয়া হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রেল লাইন ছাড়াই ছুটবে, বিশ্বের প্রথম স্মার্ট ট্রেন এবার চিনে, দেখুন


মার্কিন বিমানসংস্থাগুলির সূত্রে খবর, প্রতিদিন ৩ লক্ষ ২৫ হাজার বিমানযাত্রীর সাক্ষাতকার নেবে মার্কিন প্রশাসন। ১০৫ দেশের ২৮০টি বিমানবন্দর থেকে প্রতিদিন মার্কিন মুলুকে ২ হাজার বাণিজ্যিক বিমান অবতরণ করে। গত জুন মাসে মধ্য এশিয়া এবং উত্তর আফ্রিকার দেশগুলির উপর বিমান সফরে ইলেক্ট্রনিক্স গ্যাজেট বহনে নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। জুলাইয়ে তা শিথিলও করা হয়। ফের এই নিয়মকে চালু করতে চলেছে বলে জানা গিয়েছে। যদিও এই নিয়ম নির্ভর করবে ক্ষেত্রবিশেষে। কোনও বিমানসংস্থা বা বিমানবন্দর নিরাপত্তার উপর কড়া নজর না রাখে, তাহলে এই নিয়ম তাদের উপর বর্তাতে পারে বলে জানা গিয়েছে। ইউরোপিয় এবং মার্কিন বিমানসংস্থাগুলির তরফে জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তাকে আরও কীভাবে কঠোর করা যায়, তা পরামর্শ দিতে ১২০ দিন সময় দেওয়া হয়েছিল বিমানসংস্থাগুলিকে। বৃহস্পতিবারই সেই সময়সীমা শেষ হতে চলেছে। এদিন থেকেই নয়া নিয়ম কর্যকর হবে বলে জানা গিয়েছে।


আরও পড়ুন- পাক মুলুকে টিলারসনের জন্য শীতল অভ্যর্থনা