নিজস্ব প্রতিবেদন: একটুখানি আশ্রয় যে কত বড় তা নিয়ে কত কাব্য-সাহিত্য  হয়েছে। মাথার উপর একটু ছাদের জন্য মানুষ জীবন পাত করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গৃহহীন মানুষের এই দুঃখকষ্ট অনুভব করেই যেন বার্লিনের (BERLIN) এক চ্যারিটি সংস্থা বার্লিনের হোটেলগুলিকে সেখানকার গৃহহীনদের সাহায্যের আবেদন জানায়। গৃহহীনদের জন্য মোট ১৪২৬টি শয্যা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে বার্লিনের ওই চ্যারিটি সংস্থার তরফে। শুধু ঘুমোনোর ব্যবস্থাই নয়, অনেক হোটেল (HOTELS) গৃহহীনদের জন্য প্রাতঃরাশ (BREAKFAST) এবং রাতের খাবারের (DINER) ব্যবস্থাও থাকছে৷


আরও পড়ুন: উটের ছানা চুরি করে উপহার বান্ধবীকে


কেন হঠাৎ এমন ব্যবস্থা?


বার্লিনের ওই চ্যারিটি সংস্থার তরফে জানানো হয়েছে, গৃহহীনদের (HOMELESS) সঙ্গে কথা বলা এবং তাঁদের মনের অবস্থা বোঝাই তাদের প্রধান কাজ। জীবনের সমস্ত আশা ছেড়ে হতাশাগ্রস্ত জীবন যাপন করছেন যে সব গৃহহীন মানুষ, হতে পারে কয়েক সপ্তাহ হোটেলে ভাল ভাবে থেকে-খেয়ে তাঁরা হয়তো তাঁদের পরবর্তী জীবন নিয়ে একটু সুস্থ ভাবে ভাববার অবকাশ পাবেন। কারও হয়তো মনে হবে, এবার কোনও ভাবে একটু রোজগার করা যাক। এবং এই ভাবে তাঁরা হয়তো একটা উন্নত জীবনের স্বপ্ন দেখতে পারবেন।


আরও পড়ুন: হোয়াইট হাউস ছাড়ার পরে এই প্রথম জনসমক্ষে ট্রাম্প