নিজস্ব প্রতিবেদন: ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের কোয়েটার এক সবজি বাজার। ওই বিস্ফোরণে এখনও পর্যন্ত কমপক্ষে মৃত্যু হয়েছে ১৬ জনের। আহত হয়েছেন বহু মানুষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-শীতলা পুজোর ভাসান ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ দমদমে


শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ ওই ভয়াবহ বিস্ফোরণ হয় হাজারাগঞ্জ সবজিমন্ডিতে। বিস্ফোরণ ঘটনো হয়েছে আইডির সাহায্যে। সবজির মধ্যেই তা লুকিয়ে রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্ত অনুমান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।



কোয়েটার ডিআইজি আবদুল রাজ্জাক ওই ১৬ জনের মৃত্যুর খবর স্বীকার করেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। রাজ্জাক আরও জানিয়েছেন, বিস্ফোরণের ফলে কাছাকাছি কয়েকটি বাড়িরও ক্ষতি হয়েছে।


আরও পড়ুন-বেশ করেছে ভারত,ASAT পরীক্ষা নিয়ে জানালেন পেন্টাগনের কর্তা


বাজারের মানুষজন সংবাদমাধ্যমে জানিয়েছেন, সকালের দিকে ওই সবজি ও ফলের বাজারে মানুষজনের প্রবল ভিড় থাকে। বাজারে ফল-সবজি নিয়ে আসেন ব্যবাসায়ীরা। ওই ব্যস্ত সময়েই বিস্ফোরণ ঘটে।