নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের মোকাবিলায় এখন বিশ্বের ভরসা ভারত। ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোঅক্সিক্লোরোকুইনের রফতানির উপর থেকে আংশিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদী। এবার তাঁর কাছ থেকে হাইড্রোঅক্সিক্লোরোকুইন চাইলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জের বলসোনারো। রামায়নের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে 'হনুমান জি'-র সঙ্গে তুলনাও করেছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রধানমন্ত্রীর সহযোগিতা করা নিয়ে হনুমানজয়ন্তীকে বলসোনারো চিঠিতে লিখেছেন,''ঠিক যেভাবে ভগবান রামের ভাই লক্ষ্মণের জীবন বাঁচাতে হিমালয় থেকে সঞ্জীবনী এনেছিলেন হনুমান জি ও প্রভু যীশু অসুস্থদের চিকিত্সা করেছিলেন, বার্তিমিউয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবেই কঠিন সময়ে একজোট হয়ে লড়াই করবে ভারত ও ব্রাজিল।''


ভারতের কাছ থেকে হাইড্রোঅক্সিক্লোরোকুইন চেয়ে আবেদন করছে বিশ্বের বিভিন্ন দেশ। ভারত সরকার স্পষ্ট করেছে, ঘর বাঁচিয়ে তবেই দেওয়া হবে। দেশবাসীর জন্য পর্যাপ্ত ওষুধ নিশ্চিত করে তবেই বিভিন্ন দেশকে সহযোগিতা করবে। বলে রাখি, সোমবারই ১৪টি ওষুধের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব মঙ্গলবার সকালে বলেন,''মানবিকতার স্বার্থেই এই সিদ্ধান্ত।''  


ভারতের কাছে ম্যালেরিয়ার ওষুধ চেয়ে দরবার করেছে ২০টি দেশ। বাণিজ্যমন্ত্রক জানিয়েছে,ইতিমধ্যেই বিভিন্ন দেশে HCQ-এর রফতানি শুরু হয়ে গিয়েছে। দেশে কাছে প্রয়োজনীয় মজুত রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।                 


আরও পড়ুন- একদিনে মারা গেলেন প্রায় দুহাজার মানুষ, ৭০ শতাংশ করোনা আক্রান্ত নিউ ইয়র্কের